রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের জন্য একটি দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ বিভাগ এর তত্ত্বাবধানে এক জেলায় গ্রূপ-সি পদে কর্মী নিয়োগ করা হবে। নারী-পুরুষ নির্বিশেষে যে কেউ শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। কোনো রকম আবেদন ফি দিতে হবে না আবেদন করতে গেলে। প্রধানত জেলার ব্লকে বিডিও অফিসে কর্মী নিয়োগ করা হবে। আপনি যদি এই নিয়োগে আগ্রহী হয়ে থাকেন তবে নিচে দেওয়া আবেদনের খুঁটিনাটি দেখে নিতে পারেন।
নিয়োগকারী সংস্থা
Food and Supplies Department, Government Of West Bengal এর পক্ষ থেকে বাঁকুড়া জেলার বিডিও অফিসে কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম
মূলত Group-C পদে কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে প্রধানত যে পদে এখানে প্রার্থী নিয়মগ করা হবে-
- Data Entry Operator (DEO)
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীকে যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক পাশ অর্থাৎ Graduate হতে হবে।
কম্পিউটার যোগ্যতা
আবেদনকারীর কম্পিউটারে বিশেষ জ্ঞান থাকতে হবে এবং সঙ্গে Computer Application বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে।
আবেদনকারীর বয়স
DEO পদে আবেদন করতে আবেদনকারীর বয়স হতে হবে 40 বছরের নিচে।
বেতন
13000 টাকা মাসে।
আবেদন প্রক্রিয়া
এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইন পদ্ধতির মাধ্যমে। আবেদনকারীকে সর্বপ্রথম Application Form টি অফিশিয়াল ওয়েবসাইট থেকে A4 পেপারে বের করে সেটিকে নিজের যাবতীয় তথ্যাদি দিয়ে ভালো করে পূরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে যেসব ডকুমেন্ট দিতে হবে-
- আইডি প্রুফ হিসাবে ভোটার/আঁধার কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স
- বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের এডমিট কার্ড
- বাসিন্দার প্রমাণপত্র হিসাবে ভোটার/আঁধার কার্ড
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- কম্পিউটার সার্টিফিকেট এর প্রমাণপত্র
আবেদন ফি
এই নিয়োগের জন্য আবেদন করতে আবেদনকারীকে কোনো রকম আবেদন ফি দিতে হবে না।
নিয়োগ প্রক্রিয়া
প্রধান 3 টি ধাপের মধ্য দিয়ে প্রার্থী বাছাই করা হবে। যথা-
- Written Examination
- Computer Practical Test
- Interview
আবেদন পাঠানের ঠিকানা
- The Block Development Officer (BDO), Joypur, Bankura, PIN- 722138
আবেদনের সময়সীমা
অফলাইনের মাধ্যমে আবেদন জমা করতে পারবেন আগামী 17/01/2022 এর মধ্যে।
Official Notification: Click Here
Application Form: Click Here
Official Website: bankura.gov.in/bn/
For More Govt Job: Click Here
এরকম আরো চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হন: Click Here to Join Telegram Channel