আপনি কী সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তবে আপনার জন্য রয়েছ বিশেষ এক সুখবর। রাজ্যে ফের আরও একবার গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ হতে চলেছে। আপনি পুরুষ কিংবা মহিলা হোন এবং রাজ্যের যেকোনো জেলা থেকে হলেই অনায়াসেই করতে পারবেন আবেদন। তাই আবেদন করতে এবং আবেদনের খুঁটিনাটি জানতে পড়ুন বিস্তারিত।
নিয়োগকারী সংস্থা: KHATRA ADIBASI MAHAVIDYALAYA এর পক্ষ থেকে করা হবে নিয়োগ।
পদের নাম: মূলত ৩ প্রকার পদে করা হবে নিয়োগ। যথা-
- LAB ATTENDANT (GEOGRAPHY)
- LAB ATTENDANT (CHEMISTRY)
- PEON
শূন্যপদের সংখ্যা: প্রতিটি পদ থেকে 1 জন করে নিয়োগ করা হবে।
বেতন: প্রতি ক্ষেত্রে বেতন 4900-16200 টাকা। সঙ্গে গ্রেড পে থাকবে 1700 টাকা।
শিক্ষাগত যোগ্যতা: আপনি এদের মধ্যে যেকোনো একটি পদে আবেদন করতে চাইলে আপনাকে অষ্টম শ্রেণি পাশ করে থাকতে হবে।
আবেদন পদ্ধতি: একেবারে হবে ইন্টারভিউ। তাই ইন্টারভিউ এর জন্য আবেদন করতে চাইলে আপনাকে আপনার সব রকম ডকুমেন্ট নিয়ে ইন্টারভিউ এর দিন উপস্থিত হতে হবে।
স্থান ও সময়: Walk-in-Interview হবে Bankura Sammilani College, Bankura, West Bengal এ। এবং আপনাকে আপনার সব রকম ডকুমেন্ট (যেগুলি চাওয়া হবে) নিয়ে সকাল 10 টার মধ্যে উপস্থিত হতে হবে।
Walk-in-Interview এর তারিখ: 5 ডিসেম্বর , 2021
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
OFFICIAL WEBSITE: VISIT HERE