রাজ্য স্বাস্থ্য দপ্তরে Group-C ও D পদে কর্মী নিয়োগ, যোগ্যতা উচ্চমাধ্যমিক | WB Health Recruitment 2022

পশ্চিমবঙ্গের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য এক বিশেষ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেলো। রাজ্যের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে রাজ্যের জেলায় গ্রূপ-সি ও গ্রূপ-ডি পদে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো জেলা থেকে পুরুষ কিংবা মহিলা যেকেউ এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আপনি যদি উচ্চ বেতন এর এই চাকরির জন্য আগ্রহী হয়ে থাকেন এবং সরকারি চাকরির খোঁজ করে থাকেন তবে এই নিয়োগের চাকরির জন্য অনায়াসে আবেদন করতে পারবেন। নিচে আবেদনের বিস্তারিত দেওয়া হলো, দেখে নিতে পারেন।



wb health recruitment 2022



নিয়োগকারী সংস্থা 

পশ্চিমবঙ্গ রাজ্যের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি (District Health & Family Welfare Samiti) এর পক্ষ এই নিয়োগ করা হবে।


পদের নাম 

যেসব Group-C ও Group-D পদে কর্মী নিয়োগ করা হবে তা নিচে দেওয়া হলো- 
  1. Lab Technician 
  2. Senior Treatment Supervisor (STS)
  3. Lab Technician District NCD Clinic


পদের যাবতীয় বিবরণ 

নিচে উক্ত পদগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো- 

ল্যাব টেকনিশিয়ান (Lab Technician)

  • শূন্যপদ: 1 টি 
  • শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিষয় নিয়ে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাস করতে হবে সঙ্গে কম্পিউটার বিষয়ে এবং কম্পিউটার চালানোর বিশেষ জ্ঞান থাকতে হবে।
  • বেতন: প্রতি মাসে 22000 টাকা।

সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার (Senior Treatment Supervisor (STS)

  • শূন্যপদ: 4 টি 
  • শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে স্নাতক পাশ হতে হবে। সঙ্গে কম্পিউটার অপারেশনে 2 বছরের সার্টিফিকেট থাকতে হবে।
  • বেতন: প্রতি মাসে 25000 টাকা।


ল্যাব টেকনিশিয়ান ডিসট্রিক্ট NCD ক্লিনিক (Lab Technician District NCD Clinic)

  • শূন্যপদ: 1 টি
  • শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। সঙ্গে DMLT কোর্স করা থাকতে হবে।
  • বেতন: প্রতি মাসে 22000 টাকা।


বয়সসীমা 

যেকোনো পদে আবেদন করতে আবেদনকারীর বয়স হতে হবে 40 বছরের নিচে।



আবেদন প্রক্রিয়া 

আবেদন করতে পারবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে। আবেদনকারীকে নিজের যাবতীয় নানান তথ্যাদি দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে।



আবেদনের সময়সীমা 

আগামী 31/01/2022 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।




Official Notification: Click Here


Apply Online: Click Here


Official Website: basirhathealthdistrict.in


Leave a comment