আপনি যদি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিয়ে থাকেন এবং রেল বিভাগে চাকরি করতে আগ্রহী হোন, আপনার জন্য রয়েছে বিশেষ সুখবর। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে করা হবে নিয়োগ। তাই দেরি না করে শীঘ্রই বিস্তারিত দেখে নিন, যা নিম্নে দেওয়া হলো-
নিয়োগকারী সংস্থা: KONKAN RAILWAY CORPORATION LIMITED (KRCL)
পদের নাম: মূলত যে পদে করা হবে নিয়োগ। যথা-
- JR. TECHNICAL ASSISTANT (SIGNAL & TELECOMMUNICATION)
শূন্যপদের সংখ্যা: Category অনুযায়ী শূন্যপদের সংখ্যা যেভাবে ভাগ করা থাকবে-
- SC- 03
- ST- 02
- OBC- 04
- GEN- 09
প্রার্থীর বয়স: ২৫ বছরের বেশি হলে চলবে না। SC/ST এর জন্য ৫ বছরের ছাড় এবং OBC এর জন্য ৩ বছরের ছাড় দেওয়া হবে।
বেতন: ৩০,০০০ টাকা মাসে।
আবেদন পদ্ধতি: Walk-in-Interview এর জন্য আবেদন জানাতে নিজের যাবতীয় তথ্য দিয়ে Application Form টি ফিল আপ করে অফিশিয়াল ওয়েবসাইটে আপলোড করতে হবে।
নিয়োগ পদ্ধতি: ইন্টারভিউ এর মাধ্যমে করা হবে নিয়োগ। এবং এক্ষেত্রে নিয়োগ কমিটির সিদ্ধান্ত হবে চূড়ান্ত।
ইন্টারভিউ এর দিনক্ষণ ( Date of Interview for KRCL Jr. Technical Assistant)
- 13/12/2021 & 14/12/2021 (For SC, ST & OBC)
- 15/12/2021 to 17/12/2021 (For General)
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM: CLICK HERE
TO VISIT OFFICIAL WEBSITE: CLICK HERE