রাজ্যে এবার সব জল্পনার অবসান ঘটিয়ে সামনে এলো Primary TET 2017 এর শূন্যপদের হিসাব। গত 10 জানুয়ারি, 2022 সোমবারে রাজ্যে Primary TET 2017 Result প্রকাশ পাওয়ার পর থেকে নানান জায়গায় নানান শূন্যপদ দেখানো হয়েছে এবং Primary TET 2017 এর Vacancy নিয়ে রাজ্যের সকল টেট প্রার্থীদের মনে কম প্রশ্ন ছিল না। যাইহোক সব জল্পনার অবসান হলো।
Primary TET 2017 কম পাশের হার ও শূন্যপদের হিসাব
এবার রাজ্যে Primary TET 2017 এর ফলাফলের পর দেখা যায় যে রাজ্যে পাশের হার খুবই কম। 2017 সালে রাজ্যে টেট এর বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ার সুদীর্ঘ 4 বছর সময় অতিক্রম করে 2021 এর 31 জানুয়ারি পশ্চিমবঙ্গে সংঘটিত হয় Primary TET 2017 এর পরীক্ষা। কিন্তু এবার প্রশ্নপত্র তুলনামূলকভাবে একটু কঠিন থাকায় রাজ্যে Primary TET 2017 এর পরীক্ষায় পাশ করেছে শুধুমাত্র 5 শতাংশ চাকরিপ্রার্থী। অন্যদিকে হিসাব অনুযায়ী রাজ্যে প্রায় 16 হাজারের বেশি প্রাইমারি স্কুলে শিক্ষকের ঘাটতি থাকায় আন্দাজ করা যাচ্ছিলো যে মোটামোটি 16 হাজারের বেশি শূন্যপদে এবার Primary TET 2017 এর উত্তীর্ণদের নিয়োগ করা হবে।
Primary TET 2017 নতুন শূন্যপদের হিসাব
কিন্তু এক বিশেষ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী রাজ্যে Primary TET 2017 এর শূন্যপদের সংখ্যা মাত্র 3500, যা শুনে রীতিমতো মাথায় আকাশ ভেঙে পড়লো 2017 এর টেট উত্তীর্ণদের। পূর্বের হিসাব অনুযায়ী উত্তীর্ণরা নিশ্চিত ছিল যে টেট এর নিয়োগপত্র তারা হাতে পাচ্ছে, কারণ যদি রাজ্যে 16 হাজার বিদ্যালয়ে শিক্ষকের ঘাটতি থেকে থাকে সেখানে উৎপন্ন শূন্যপদের তুলনায় পাশের হার অনেকটই কম। কিন্তু এবার যদি Primary TET 2017 তে মাত্র সাড়ে তিন হাজার শূন্যপদে নিয়োগ করা হয় টেট উত্তীর্ণদের তবে শূন্যপদের তুলনায় উত্তীর্ণের সংখ্যা বেশি হয়ে দাঁড়াবে।
Primary TET 2017 কী হবে বাকি টেট উত্তীর্ণদের
রাজ্যে Primary TET 2017 এর পরীক্ষায় উত্তীর্ণের সংখ্যা 9896 জন। এবার যদি মাত্র 3500 শূন্যপদে নিয়োগ করা হয় 2017 এর টেট এ তবে কী হবে বাকি টেট উত্তীর্ণদের। অন্যদিকে Primary TET 2014 Not Included দের যদি ডাকা হয় Primary TET 2017 এর ইন্টারভিউয়ে তাহলে নিয়োগ নিয়ে জটিলতার সৃষ্টি হতে পারে।
Primary TET 2017 পর্ষদ সভাপতি (মালিকবাবুর) বক্তব্য
অন্যদিকে প্রাথমিক পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্চের মতে টেট এর পরীক্ষার সঙ্গে নিয়োগের কোনো রকম সম্পর্ক নেই। তিনি পরিষ্কার ভাবে এখনো কিছু বলেননি 2017 এর প্রাথমিক টেট এর নিয়োগের পরবর্তী ধাপ সম্পর্কে। তার মতে টেট এ পাশ করলে উত্তীর্ণরা ইন্টারভিউ দেওয়ার জন্য যোগ্য হবে, সে হিসাবে 2014 এর টেট উত্তীর্ণরা তাদের অধিকার দেখাতে পারেন।
Primary TET 2022 পরীক্ষা ও শূন্যপদ
কিন্তু সব কিছুর পর এটি পরিষ্কার যে অতি শীঘ্রই রাজ্যে প্রকাশ পেতে চলেছে Primary TET 2022 এর বিজ্ঞপ্তি। কারণ এখন যদি অতি দ্রুত Primary TET 2017 উত্তীর্ণদের ইন্টারভিউ নিয়ে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয় তবে 2022 এর নতুন টেট নিয়ে কোনো সমস্যা থাকছে না। পূর্বে দেওয়া কথা মতো আগামী 31 মার্চ, 2022 এর মধ্যে রাজ্যে নতুন টেট এর বিজ্ঞপ্তি প্রকাশ না পেলেও মার্চের পরে এবং খুব তাড়াতাড়ি রাজ্যে প্রকাশ পাবে নতুন টেট Primary TET 2022 এর বিজ্ঞপ্তি।
Official Website: www.wbbpe.org