সাবধান! এই ৮টি অ্যাপ ব্যবহার করলেই চুরি হয়ে গিয়েছে আপনার মোবাইলের সব ডাটা

সাবধান! এই ৮টি অ্যাপ ব্যবহার করলেই চুরি হয়ে গিয়েছে আপনার মোবাইলের সব ডাটা


একদিকে যেমন দিন দিন উন্নত হচ্ছে প্রযুক্তি, অন্যদিকে বেড়ে চলেছে নানান দুর্নীতি এবং তথ্য চুরি। হ্যাকিং কিংবা মোবাইল কম্পিউটার থেকে তথ্য চুরির ঘটনা নতুন কিছু নয়। এবার ফের একবার নতুন করে ডাটা চুরির অভিযোগ উঠলো জোকার এর বিরুদ্ধে। এটি মূলত বিভিন্ন অ্যান্ড্রয়েড কে টার্গেট করে। ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করে গুগল প্লে স্টোর সরিয়ে নিয়েছে বিপজ্জনক সেই অ্যাপ গুলি।



এই জোকার বিভিন্ন উপায়ে চুরি করে থাকে ব্যবহারকারীর ডাটা। গুরুত্বপূর্ন এসএমএস, OTP, যাদের সঙ্গে যোগাযোগ করেছে তাদের তালিকা সব কিছুই নিমেষের মধ্যে চুরি করার ক্ষমতা রাখে এই জোকার। 


বেশি দেরি না করে এখন থেকেই হতে হবে সতর্ক। আপনার অ্যান্ড্রয়েড মোবাইল এর মধ্যে এই ৮টি অ্যাপ থাকলে এখনি করে ফেলতে হবে uninstall অর্থাৎ ডিলিট। অ্যাপ গুলি হলো – Fast Magic SMS, Helping Message, Free CamScanner, Element Scanner, Super Message, Travell Wallpaper, Go Message এবং Super SMS।

Leave a comment