সুউচ্চ বেতনে পশ্চিমবঙ্গে নতুন লাইব্রেরিয়ান কর্মী নিয়োগ, আবেদন যেকোনো জেলা থেকে | WB Librarian Recruitment 2023

রাজ্যের স্থায়ী বাসিন্দা হয়ে দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন? চাকরির আশায় থেকে থেকে বেকার সমস্যায় জর্জরিত? তবে একদম সঠিক জায়গায় এসেছেন। এবার রাজ্যে নতুন করে লাইব্রেরিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। ডাইমন্ড হারবার ওমেনস ইউনিভার্সিটির তরফে জারি হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি যেখানে বিভিন্ন প্রফেসর নিয়োগের পাশাপাশি লাইব্রেরিয়ান পদে কর্মী নেওয়া হচ্ছে। বিস্তারিত জানতে সঙ্গে থাকুন।

WB Librarian Recruitment 2023
পদের নাম – লাইব্রেরিয়ান
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে লাইব্রেরী সাইন্স/ ইনফরমেশন সায়েন্স/ ডকুমেন্টেশন সায়েন্স এদের মধ্যে যেকোনো একটির ওপর মাস্টার্স করে থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কর্ম অভিজ্ঞতা থাকা দরকার।
প্রার্থীর বয়সসীমা: অফিসিয়াল নোটিফিকেশনে সরাসরি বয়সসীমা উল্লেখ করা হয়নি। সেক্ষেত্রে প্রাপ্ত বয়স্ক হয়ে থাকলে সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে যোগ্যতা থেকে থাকলেই আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন: মাসিক বেতন প্রচুর। সেক্ষেত্রে কর্মী নিয়োগের পর পরই লেভেল 14 এর হিসাবে বেতন 1,44,200/- টাকা থাকছে
কীভাবে আবেদন করবেন: আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। সেক্ষেত্রে নিচে দেওয়া ধাপগুলি অনুসরণ করুন।
1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে বের করে নিন।
2. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে ভালো করে পূরণ করে ফেলুন এই আবেদনপত্রটি।
3. নিজের কিছু ডকুমেন্ট ভালো করে জেরক্স এবং সেল্ফ অ্যাটেস্টেড করে এর সঙ্গে যুক্ত করুন।
4. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন সঙ্গে একটি সিগনেচার করে দিন ফর্মের মধ্যে।
5. সবার শেষে এগুলি সব খামের ভেতর ভরে সেগুলি নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
আবেদনের সময়সীমা: আগামী 29/04/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে আবেদনপত্র পাঠানোর ঠিকানা দেওয়া হয়েছে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: Office of the Registrar, Diamond Harbour Women’s University, Diamond Harbour Road, Sarisha, South 24 Parganas, West Bengal, PIN – 743368
OFFICIAL NOTIFICATION: CLICK HERE


APPLICATION FORM: CLICK HERE


OFFICIAL WEBSITE: CLICK HERE


MORE JOB NEWS: CLICK HERE


OUR TELEGRAM CHANNEL: JOIN HERE 

Leave a comment