Central Bank of India তে চাকরির সুবর্ন সুযোগ। আপনি যদি ব্যাঙ্কের চাকরি করতে আগ্রহী হয়ে থাকেন এবং চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তবে খবরটি শুধু আপনার জন্য। রাজ্যের যেকোনো স্থান থেকে নারী পুরুষ সবাই করতে পারবেন আবেদন। দেরি না করে দেখে নিন বিস্তারিত-
নিয়োগকারী সংস্থা: সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া (Central Bank of India )
শূন্যপদ: সর্বমোট ১১৫টি শূন্যপদে নিয়োগ করা হবে। এবং বিভিন্ন পদ অনুযায়ী নিয়োগ করা হবে। যেমন-
- Economist/AGM
- Income Tax Officer
- Information Technology
- Financial Analyst
- Risk Manager
এমন আরও নানান শূন্যপদ রয়েছে যাতে নির্দিষ্ট সংখ্যায় নিয়োগ করা হবে।
বয়স: আবেদন করতে প্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ৫০ বছর বয়সের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা: বিভিন্ন পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা বিভিন্নি রকম। মোটামোটি Graduate হলেই আবেদনের যোগ্য। তবে কিছু কিছু পদের আবেদনের জন্য Post Graduate হতে হবে এবং অন্যান্য কিছু পদে আবেদনের জন্য কিছু নির্দিষ্ট Degree থাকা বাধ্যতামূলক।
সঙ্গে আপনাকে কম্পিউটার তথা MS Office (Word, Excel, PPT etc.) এ সুদক্ষ হতে হবে।
বেতন: মাসিক বেতন ৬৩৮৪০-১০০৩৫০ টাকা
নিয়োগ পদ্ধতি: অনলাইনে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ হবে।
আবেদন পদ্ধতি অনালাইনের মাধমে করতে হবে আবেদন। আবেদন শুরু হবে আগামী ২৩ নভেম্বর, ২০২১ থেকে এবং চলবে আগামী ১৭ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE