সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এবার রাজ্যে শিক্ষক নিয়োগ। আপনি যদি শিক্ষকতা করতে পছন্দ করেন এবং সরকারি চাকরির খোঁজে থাকেন তবে খবরটি মনোযোগ দিয়ে পড়তে পারেন। রাজ্যে এখন সরকারি শিক্ষালয় বেসরকারিকরণ (Privatization of schools in West Bengal) এর দিকে ঝুঁকছে। এই অবস্থায় রাজ্যের বিভিন্ন প্রাইভেট এবং আধা-সরকারি শিক্ষালয় গুলিতে প্রচুর নিয়োগ করা হচ্ছে, কারণ এগুলিকেই এখন শিক্ষার মূল কেন্দ্রবিন্দু ধরা হচ্ছে। অন্যদিকে পশ্চিমবঙ্গে সরকারি স্কুলের থেকে আধা-সরকারি কিংবা বেসরকারি স্কুলেই বাচ্চাদের পড়াশোনা করাতেই বেশি ঝোক তাদের বাবা মায়েদের। তাই রাজ্যে আরো একবার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো। নিচে আবেদনের বিস্তারিত খুঁটিনাটি দেওয়া হলো, দেখে আবেদন করে নিতে পারবেন।
পদের নাম:
এই নিয়োগে মূলত প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলিতে প্রচুর শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে। আপাতত দু-প্রকার শিক্ষক নিয়োগ করা হবে। যথা-
- প্রাথমিক শিক্ষক (Primary Teacher)
- উচ্চ-প্রাথমিক শিক্ষক (Upper Primary Teacher)
নিচে প্রতিটি পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
প্রাথমিক শিক্ষক (Primary Teacher)
শিক্ষাগত যোগ্যতা:
- প্রাথমিক শিক্ষক পদে আবেদন করতে আপনাকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে 50% নম্বর সহকারে উচ্চমাধ্যমিক পাস করতে হবে।
- সঙ্গে যেকোনো স্বীকৃত সংস্থা থেকে দু-বছরের D.EL.ED করতে হবে।
বয়সসীমা: এই প্রাইমারি শিক্ষক পদে আবেদন করতে আপনার বয়স হতে হবে 18-40 বছরের মধ্যে।
উচ্চ-প্রাথমিক শিক্ষক (Upper Primary Teacher)
শিক্ষাগত যোগ্যতা:
- যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক পাস হতে হবে।
- সঙ্গে দু-বছরের B.ED পাস করে থাকতে হবে।
বয়সসীমা: এই প্রাইমারি শিক্ষক পদে আবেদন করতে আপনার বয়স হতে হবে 18-40 বছরের মধ্যে।
আবেদন প্রক্রিয়া:
আলাদা ভাবে কোনো রকম আবেদন করতে হবে না। আপনাকে একদম ইন্টারভিউয়ের দিন ইন্টারভিউ কেন্দ্রে নিজের যাবতীয় ডকুমেন্ট নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে হাজির হতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
আপনাকে যেসব ডকুমেন্ট নিয়ে ইন্টারভিউ কেন্দ্রে আসতে হবে সেগুলি হলো-
- একটি BIO DATA
- মাধ্যমিকের এডমিট
- উচ্চমাধ্যমিকের সার্টিফিকেট ও মার্কশিট
- গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট ও মার্কশিট
- B.ED কিংবা D.EL.ED এর মার্কশিট ও সার্টিফিকেট
- পাসপোর্ট ফটো ইত্যাদি
আরও পড়ুন: WB Primary TET: রাজ্যে খুব শীঘ্রই টেট 2017 এর ইন্টারভিউ, আগামী দু-মাসের মধ্যে নতুন টেট 2022
ইন্টারভিউয়ের দিনক্ষণ:
ইন্টারভিউ সংঘটিত হবে আগামী 28/02/2022 তারিখ তথা সোমবারে। আপনাকে সকাল 8:30 এর মধ্যে ইন্টারভিউ কেন্দ্রে হাজির হতে হবে।
Official Notice: Click Here
Official Website: Click Here