ভারতীয় স্টেট ব্যাংকের (State Bank of India) পক্ষ থেকে জারি হলো এক দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি। আপনি কি অনেক পড়াশোনা করার পর সরকারি চাকরি খুঁজছেন? কিংবা এখনও চাকরি না পেয়ে বেকার সমস্যায় ভুগছেন? তবে দেশের সর্বোচ্চ ব্যাংক তথা স্টেট ব্যাংকের নিয়োগ (SBI Recruitment 2022) এ অংশগ্রহণের মাধ্যমে পেতে পারেন এক দুর্দান্ত চাকরি। স্টেট ব্যাংকের তরফ থেকে মূলত গ্রুপ সি পদে কর্মী নিয়োগ (SBI Group-C Recruitment 2022) করা হচ্ছে অসংখ্য শূন্যপদে। আপনি রাজ্যের যেকোনো জেলার অধিবাসী হন না কেন এখানে নির্দ্বিধায় আবেদন জানাতে পারবেন। সমগ্র দেশের পাশাপাশি রাজ্যের পুরুষ থেকে মহিলা যেকেউ যোগ্য স্টেট ব্যাংকের এই চাকরিতে আবেদন করার জন্য। তাই অতি সুউচ্চ বেতনের এই দুর্দান্ত চাকরিটি যদি হাতছাড়া না করেন, এখনি আবেদনের বিস্তারিত খুঁটিনাটি দেখে আবেদন করে ফেলুন, নিচে সবিস্তারে আলোচনা করা হচ্ছে।
স্টেট ব্যাংকে দুর্দান্ত গ্রুপ-সি কর্মীর চাকরি, বেতন 36000 টাকা, আবেদন করুন আপনিও | SBI Group-C Recruitment 2022
নিয়োগকারী সংস্থা:
দেশের সবচেয়ে স্বনামধন্য ব্যাংক তথা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State Bank of India / SBI) এর তরফ থেকে এই নিয়োগ সংঘটিত হচ্ছে।
পদের নাম (SBI Recruitment Posts Name):
স্টেট ব্যাংকের এই নিয়োগের মাধ্যমে মূলত অসংখ্য শূন্যপদে নানান ধরনের গ্রুপ সি পদে নিয়োগ (SBI Group-C Recruitment 2022) করা হচ্ছে।
আবেদন প্রক্রিয়া (SBI Recruitment 2022 Online Application Process):
প্রধানত অনলাইনের মাধ্যমে আপনি স্টেট ব্যাংকের এই নিয়োগের জন্য আবেদন করে নিতে পারবেন। নিম্নলিখিত ধাপের জন্য দিয়ে আবেদন করা যাবে।
আপনি চাইলে নিজের মোবাইল দিয়েই অতি সহজে ধাপ গুলি অনুসরণ করে আবেদন করতে পারেন।
1. সবার প্রথমে আপনাকে স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট তথা SBI এর Career পেজ এর ওয়েবসাইট এ প্রবেশ করতে হবে।
2. এরপর নিজের যাবতীয় প্রাথমিক তথ্য গুলি যেমন, নিজের নাম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
3. আপনাকে এবার একটি রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড প্রদান করা হবে সেটি লিখে রাখুন।
4. তারপর ওয়েবসাইট এর আবেদনের লগইন পেজ এ গিয়ে সেই রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন হয়ে যান।
5. এর পর আপনাকে আবেদনের জন্য আবেদন ফি (Application Fee) জমা করতে হবে।
6. আবেদন ফি জমা করার পর আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে। সেখানে আপনার পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার দিতে বলবে।
7. সেক্ষেত্রে আপনাকে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এ দেওয়া পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার এর সাইজ, রেজোলিউশন দেখে নিয়ে সেভাবে রিসাইজ করে নিতে হবে।
8. ফটো ও সিগনেচার রিসাইজ করার পর সেগুলি ঠিকমতো আপলোড করে দিন।
9. এরপর আরো কিছু তথ্য যেমন বাবার নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং ঠিকানা ইত্যাদি তথ্য দিয়ে খুব ভালো করে পূরণ করুন অবশিষ্ট অনলাইন ফর্ম টি।
10. তারপর আপনাকে আপনার পোস্ট প্রেফারেন্স ও পরীক্ষার লোকেশন সিলেক্ট করতে বলবে, সেগুলি করে ফেলুন।
11. শেষে আরো কিছু ডকুমেন্ট আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের কাজ সম্পন্ন করুন।
12. আবেদন সম্পন্ন হলে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
প্রয়োজনীয় ডকুমেন্ট (SBI Recruitment Required Documents):
SBI এর নিয়োগে আবেদন জানাতে যেসব ডকুমেন্ট সঙ্গে রাখবেন,
1. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট বয়সের প্রমাণপত্র হিসেবে
2. স্নাতক পাশের সার্টিফিকেট
3. অন্যান্য সকল শিক্ষাগত যোগ্যতা এর ডকুমেন্ট
4. ভোটার কিংবা আঁধার কার্ড
5. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো
6. নিজের একটি সিগনেচার
7. সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য অন্যান্য কিছু ডকুমেন্ট
8. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
9. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
কর্মী নিয়োগ প্রক্রিয়া (SBI Recruitment Selection Process):
প্রার্থীদের আবেদন জমা পড়ার তাদের মূলত কয়েকটি ধাপের মধ্য দিয়ে নিয়োগ করা হবে।
1. সবার প্রথমে প্রার্থীদের দিতে হবে একটি লিখিত পরীক্ষা (Written Test)।
2. এখানে যারা পাশ করবেন তাদের ডাকা হবে পরবর্তী ধাপ তথা ইন্টারভিউ (Interview) এর জন্য।
3. এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, যদি আবেদনের সংখ্যা কম হয় তবে SBI এর পক্ষ থেকে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না।
4. সেক্ষেত্রে সরাসরি প্রার্থীদের সরাসরি শর্ট লিস্টিং এর মাধ্যমে বাছাই করে ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য।
5. শুধুমাত্র আবেদনের সংখ্যা বেশি হলেই SBI এর তরফ থেকে আয়োজিত করা হবে লিখিত পরীক্ষা এবং তারপর ইন্টারভিউ।
6. যাইহোক, ইন্টারভিউ শেষে প্রার্থীদের প্রতিটি ধাপে প্রাপ্ত নম্বর যোগ করে তৈরি করা হবে মেরিট লিস্ট।
7. এরপর প্রার্থীদের ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এর জন্য এবং ভেরিফিকেশন শেষে জারি করা হবে নিয়োগের প্যানেল।
8. সবার শেষে সেই নিয়োগের প্যানেল ধরেই প্রার্থীদের বাড়ি বাড়ি নিয়োগপত্র বাই পোস্টের মাধ্যমে পাঠিয়ে সরাসরি কর্মী হিসাবে নিয়োগ করে দেওয়া হবে।
বেতনক্রম (SBI Recruitment Pay Scale):
স্তে ব্যাংকে গ্রুপ সি পদে নিয়োগের পর ন্যুনতম পোস্ট এর জন্য সর্বনিম্ন মাসিক বেতন 36000/- টাকা এবং সর্বোচ্চ মাসিক বেতন 63840/- টাকার মতো।
শিক্ষাগত যোগ্যতা (SBI Recruitment Educational Qualification):
স্টেট ব্যাংকের চাকরিতে আবেদন করতে আপনাকে যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে ন্যুনতম স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার বিবরণ অফিসিয়াল নোটিশ এ পেয়ে যাবেন। যেমন পোস্ট গ্র্যাজুয়েশন এবং কম্পিউটার সাইন্স করা চাকরিপ্রার্থীরা আরো বেশ কয়েকটি পদে আবেদন করার জন্য বিশেষ অগ্রাধিকার পাবেন।
আরও চাকরি: পশ্চিমবঙ্গের সরকারি অফিসে অসংখ্য গ্রুপ-সি কর্মী নিয়োগ। বেতন 24000 টাকা, পুরুষ-মহিলা সবাই আবেদনযোগ্য
বয়সসীমা (SBI Recruitment Age Limit):
স্টেট ব্যাংকের গ্রুপ সি নিয়োগ (SBI Group-C Recruitment 2022) এ আবেদনের জন্য আপনার বয়স 18 বছরের ঊর্ধ্বে হলেই চলবে। এবং সর্বোচ্চ 40 বছর বয়সের প্রার্থীরা চাকরির জন্য আবেদন যোগ্য।
রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। SC/ST/PWD দের 5 বছরের এবং OBC দের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে।
আবেদনের সময়সীমা:
স্টেট ব্যাংকের এই চাকরির জন্য আপনি আগামী 17/05/2022 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
স্টেট ব্যাংকের এই নিয়োগ তথা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিতে নিচে দেওয়া নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক থেকে নোটিফিকেশন টি ডাউনলোড করে দেখে নিন।
SBI OFFICIAL NOTIFICATION: CLICK HERE
SBI OFFICAL WEBSITE: CLICK HERE
MORE GOVT JOB: CLICK HERE
ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হন।
TELEGRAM CHANNEL: JOIN HERE