সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিশেষ সুখবর নিয়ে এলো দেশের অন্যতম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আপনি কি গ্র্যাজুয়েট এবং ব্যাঙ্কের চাকরি করতে ইচ্ছুক? তবে করতে পারেন এই চাকরির জন্য আবেদন। নিচে বিস্তারিত খুঁটিনাটি দেওয়া হলো-
নিয়োগকারী সংস্থাঃ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া / STATE BANK OF INDIA (SBI)
পদের নামঃ সার্কেল বেসড অফিসার (CIRCLE BASED OFFICER- CBO) পদে নিয়োগ করা হবে।
শূন্যপদঃ সর্বমোট 1226 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক পাস করতে হবে।
বয়সঃ আবেদনকারীর বয়স হতে হবে 21-30 বছরের মধ্যে।
আবেদন ফিঃ 750 টাকা। SC/ST/PWD দের কোনো আবেদন ফি লাগবে না।
আবেদন প্রক্রিয়াঃ আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইন এর মাধ্যমে। নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে করতে হবে আবেদন।
আবেদন করার সময় জেসব ডকুমেন্ট আপলোড করতে হবে-
- একটি পাসপোর্ট ফটো
- একটি সিগনেচার
- যেকোনো একটি আইডি প্রুফ
- জন্ম তারিখের প্রমাণপত্র
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
নিয়োগ প্রক্রিয়াঃ 4 টি ধাপের মাধ্যমে নিয়োগ হবে।
- OBJECTIVE TEST
- DESCRIPTIVE TEST
- SCRRENING
- INTERVIEW
আবেদনের সময়সীমাঃ আবেদন করতে হবে আগামী 29/12/2021 এর মধ্যে।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
APPLY ONLINE: CLICK HERE