হিন্দুস্থান পেট্রোলিয়ামে একই সঙ্গে অসংখ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বেতন 50 হাজার টাকা | HPCL Recruitment 2023

হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের (HPCL) পক্ষ থেকে বেশ কয়েক ধরনের পদে এবং অসংখ্য শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এক্ষেত্রে যেসকল চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরে ভালো একটি চাকরির সন্ধান করছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ এটি। এখানে আপনিও চাইলে অনায়াসেই চাকরির জন্য আবেদন জানাতে পারেন। বিস্তারিত বিবরণ নিম্নরূপ, জানতে সঙ্গে থাকুন।

HPCL Recruitment
নিয়োগকারী সংস্থা: হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের (HPCL) তরফ থেকে এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদের নাম: একই সঙ্গে বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। পদগুলি হলো,
Senior Officer –City Gas Distribution
Senior Officer -LNG Business
Senior Officer/ Assistant Manager
Senior Officer – Sales (Retail/ Lubes/ Direct Sales/ LPG)
Mechanical Engineer
Electrical Engineer
Instrumentation Engineer
Civil Engineer
Chemical Engineer
Welfare Officer –Mumbai Refinery
General Manager(O/o Company Secretary)
Medical Officer
এবং আরো বেশ কয়েক ধরনের পদ রয়েছে যেখানে কর্মী নিয়োগ করা হবে। সেক্ষেত্রে নিয়োগের নোটিফিকেশন তথা বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন।
শিক্ষাগত যোগ্যতা: প্রতিটি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ভিন্ন। সেক্ষেত্রে পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত বিবরণ জানতে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন ফলো করুন।
প্রার্থীর বয়সসীমা: নিয়োগে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 50 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য।
মাসিক বেতন: মাসে ভালো অঙ্কের টাকা বেতন হিসাবে দেওয়া হবে। সেক্ষেত্রে নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 50,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। নিচে অনলাইন আবেদনের ডাইরেক্ট লিংক দেওয়া হয়েছে।
1. সবার প্রথমে নিজের নাম, বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর ও ইমেল ঠিকানা ইত্যাদি তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করে নিন।
2. এবার ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। সঙ্গে আরো কিছু তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করুন।
3. এক্ষেত্রে নিজের শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি ইত্যাদি তথ্য দিয়ে দেবেন।
4. রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার এবং যাবতীয় আরো কিছু ডকুমেন্ট আপলোড করতে বললে আপলোড করুন।
5. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
আবেদনের সময়সীমা: আগামী 18/09/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে যাবতীয় লিংক প্রদান করা হয়েছে।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE


APPLY ONLINE: CLICK HERE


OFFICIAL WEBSITE: CLICK HERE


MORE JOB NEWS: CLICK HERE


OUR TELEGRAM CHANNEL: JOIN HERE

Leave a comment