একজন চাকরি প্রার্থী হয়ে আপনি যদি দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন এবং চাকরির আশায় থেকে থেকে বেকার সমস্যায় জর্জরিত তবে একদম সঠিক জায়গায় এসেছেন। এবার রাজ্যে জেলা লেভেলে এক নতুন ধরনের স্বাস্থ্য কর্মী পদে নিয়োগ হতে চলেছে। নিচে বিস্তারিত উল্লেখ করা হলো, জেনে নিন এবং শীঘ্রই করে ফেলুন আবেদন।
পদের নাম – ফার্মাসিস্ট
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত সংস্থা থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা/ ডিগ্রি করে থাকলে এখানে আবেদন জানাতে পারবেন।
প্রার্থীর বয়সসীমা: 27-65 বছর বয়সের মধ্যে যেকেউ এখানে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
মাসিক বেতন: নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 10,000/- টাকা থেকে শুরু হচ্ছে এখানে।
আবেদন পদ্ধতি: নিজের যাবতীয় তথ্য বায়ো ডেটা তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট বানিয়ে ফেলুন। এখানে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দেবেন।
অবশ্যই একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেবেন। রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করে একটি সিগনেচার করে দিন।
সবার শেষে যাবতীয় কিছু ডকুমেন্ট ভালো করে জেরক্স এবং সই করে এর সঙ্গে যুক্ত করুন। এবং এগুলি সব একটি নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
আবেদনের সময়সীমা: আগামী 05/06/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে ওপরের দেওয়া আবেদন পদ্ধতি ভালো করে অনুসরন করুন।
ইন্টারভিউয়ের তারিখ ও সময়: আগামী 06/06/2023 তারিখে ইন্টারভিউ সংঘটিত হচ্ছে। সেক্ষেত্রে সকাল 11 টা থেকে শুরু হবে ইন্টারভিউ।
ইন্টারভিউয়ের স্থান: Office Chamber of Sub – Divisional Officer, Bangaon and Ex – Office Superintendent, Bangaon Subsidiary Correctional Home
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE