1035 শূন্যপদে পাওয়ারগ্রিডে কর্মী নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক পাশ | Powergrid Recruitment 2023

চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক দারুণ নিয়োগের সুখবর। এবার পাওয়ার গ্রিড এর তরফে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে আপনারা যারা দীর্ঘদিন ধরে অনেক পড়াশোনা করে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন তাদের জন্য বিশেষ সুবর্ণ সুযোগ এটি। ন্যুনতম মাধ্যমিক পাশে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। তবে আর দেরি কিসের? আসুন জেনে নিই নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি।

Powergrid Recruitment
নিয়োগকারী সংস্থা: পাওয়ার গ্রিড তথা Power Grid Corporation of India Limited (PGCIL) এর তরফে জারি হয়েছে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি।
পদের নাম: মূলত ট্রেড অ্যাপ্রেন্টিস পদে প্রার্থীদের নিযুক্ত করা হবে। বিশেষ করে যেসব পদে নেওয়া হবে কর্মীদের।
HR Executive 
CSR Executive
PR Assistant
ITI – Electrician
Diploma (Electrical)
Diploma (Civil) 
Graduate (Civil)
LAW Executive
Secretarial Assistant
Graduate (Electrical) 
Graduate (Computer Science)
Graduate (Electronics/ Telecommunication Engg)
মোট শূন্যপদ: অসংখ্য শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে আপাতত সব মিলিয়ে 1035 শূন্যপদে নেওয়া হচ্ছে কর্মী।
শিক্ষাগত যোগ্যতা: ন্যুনতম মাধ্যমিক পাশে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটিআই কিংবা ডিগ্রি/ ডিপ্লোমা করে থাকতে হবে আরো উচ্চ লেভেলের পদে আবেদন এর জন্য। 
প্রার্থীর বয়সসীমা: প্রাপ্ত বয়স্ক তথা 18 বছরের ঊর্ধ্বে বয়স হলেই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সঙ্গে সরকারি নিয়ম মেনে বয়সে বিশেষ ছাড় দেওয়া হবে।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। নিচে দেওয়া নিয়োগের অফিসিয়াল অনলাইনে আবেদনের লিংকে ক্লিক করুন।
1. নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করে নিন।
2. সেক্ষেত্রে নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি সঙ্গে রাখবেন।
3. নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি ইত্যাদি তথ্য দিয়ে অনলাইনে ফর্ম ফিলাপ করুন।
4. যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঙ্গে রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি এক এক করে আপলোড করুন।
5. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
আবেদনের সময়সীমা: আগামী 31/07/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে যাবতীয় লিংক দেওয়া হয়েছে।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE


APPLY ONLINE: CLICK HERE


OFFICIAL WEBSITE: CLICK HERE


ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE 

Leave a comment