1105 শূন্যপদে সিভিল সার্ভিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, যোগ্য যেকেউ | Civil Services Recruitment 2023

সবার স্বপ্ন শুধু চাকরি করে মোটা অঙ্কের বেতন পেয়ে আর্থিক দিক থেকে স্বাবলম্বী হওয়া নয়। অনেকেই আছেন যারা ভালো একটি চাকরি করতে চান নিজের সম্মান বৃদ্ধির জন্য, চান যাতে সমাজের সবাই যেনো তাকে চিনুক এবং তিনি যেনো সমাজের তথা সকল মানুষের জন্য একজন আদর্শ তথা নমুনা হয়ে উঠতে পারেন। দেশের বিখ্যাত ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা পরিচালিত সিভিল সার্ভিস পরীক্ষা বলা যেতে পারে দেশের সব থেকে কঠিন তথা উচ্চ লেভেলের পরীক্ষা যাতে প্রতি বছর কয়েক লাখ চাকরি প্রার্থীরা অংশগ্রহন করেন নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার উদ্যেশ্যে যাদের লক্ষ্য চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়ানোর পাশপাশি সাধারণ মানুষ তথা সমাজের জন্য কাজ করা। 

UPSC Recruitment 2023
এবার এই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন তথা UPSC এর মধ্যম সিভিল সার্ভিস পরীক্ষার আয়োজন করা হয়েছে। এখানে অসংখ্য শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে, জানতে আমাদের সঙ্গে থাকুন।
নিয়োগকারী সংস্থা ও পদের নাম: UPSC তথা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এর তত্ত্বাবধানে আয়োজিত হবে সিভিল সার্ভিস এক্সাম। এর মাধ্যমে সিভিল সার্ভিস কর্মী পদে হবে কর্মী। এদের মধ্যে রয়েছে যেমন IAS, IPS ইত্যাদি আরো নানান উচ্চ পদস্থ কর্মী।
শূন্যপদ সংখ্যা: বেশ কয়েকটি শূন্যপদে নেওয়া হচ্ছে এই কর্মী। UPSC এর এই নিয়োগে আপাতত সব মিলিয়ে মোটামুটি 1105 শূন্যপদ কর্মী নিয়োগের কথা বলা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদন করার ক্ষেত্রে স্নাতক পাশ করে থাকতে হবে। সেক্ষেত্রে যেকোনো শাখায় স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকলেই নিয়োগের জন্য আবেদন জানাতে পারেন।
প্রার্থীর বয়সসীমা: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এর সিভিল সার্ভিস পরীক্ষার নিয়োগে (UPSC CSE Recruitment 2023) আবেদনের ক্ষেত্রে আপনার ন্যুনতম বয়স হতে হবে 21 বছর। এখানে সর্বোচ্চ 32 বছরের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
দেখে নিন আবেদন পদ্ধতি: আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। নিচে আবেদনের ডাইরেক্ট লিঙ্ক দেওয়া হলো।
1. সেখানে গিয়ে নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করুন।
2. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি যাবতীয় তথ্য দেবেন।
3. নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর সঙ্গে একটি ইমেল আইডি সঙ্গে রাখবেন আবেদনের ক্ষেত্রে।
4. যাবতীয় কিছু ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার ইত্যাদি আপলোড করতে বললে এক এক করে আপলোড করুন।
5. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
আবেদন ফি: নিয়োগে আবেদনের ক্ষেত্রে 100/- টাকা দিতে হবে আবেদন ফি বাবদ। সেক্ষেত্রে SC/ ST/ PWD এবং মহিলা প্রার্থীদের কোনো রকম আবেদন ফি দিতে হবেনা।
প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
3. সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
4. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
5. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
6. বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি
7. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
আবেদনের সময়সীমা: আগামী 21 ফেব্রুয়ারি, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে অফিসিয়াল নোটিফিকেশন, অনলাইন আবেদনের লিঙ্ক দেওয়া থাকবে।
পরীক্ষার তারিখ: পরীক্ষার তারিখ আগেই ঘোষণা করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে সিভিল সার্ভিস প্রিলিমিনারী পরীক্ষা আগামী 28/05/2023 তারিখে সংঘটিত হচ্ছে।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE


APPLY ONLINE: CLICK HERE


OFFICIAL WEBSITE: CLICK HERE


MORE JOB NEWS: CLICK HERE


ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE

Leave a comment