চাকরিপ্রার্থীদের জন্য এক বিরাট বড়ো নিয়োগের বিজ্ঞপ্তি জারি। রাজ্যে বিরাট এক শূন্যপদে শিক্ষক নিয়োগ হতে চলেছে। বিভিন্ন বিষয়ের ওপর 11403 টি শূন্যপদে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে। ন্যুনতম উচ্চমাধ্যমিক এবং স্নাতক কিংবা B.Ed যোগ্যতায় আপনি আবেদন করতে পারবেন। রাজ্যের যেকোনো স্থান থেকে পুরুষ কিংবা মহিলা যেকেউ আবেদন করতে পারবেন। আপনি যদি স্নাতক কিংবা B.Ed পাশ করার সরকারি চাকরির খোঁজে থেকে থাকেন এবং শিক্ষকতা করতে কিংবা কিংবা বাচ্চাদের পড়াতে আপনার ভালো লাগে, তবে এই চাকরির জন্য আবেদন করে নিতে পারবেন। নিচে আবেদনের বিস্তারিত খুঁটিনাটি দেওয়া হলো-
নিয়োগকারী সংস্থা
DSE তথা Directorate of Secondary Education এর তরফ থেকে বিরাট বড়ো শূন্যপদে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে।
পদের নাম ও শূন্যপদ
নিচে বিভিন্ন পদের নাম তার ডানপাশে শূন্যপদের সংখ্যার বিবরণ দেওয়া হলো-‘
- TGT (Arts)- 3308
- TGT (Science) (PCM)- 2370
- Hindi Teacher- 1753
- TGT (Science) (CBZ)- 1544
- Physical Education Teacher- 1218
- Sanskrit Teacher- 1188
- Telugu Teacher- 22
শিক্ষাগত যোগ্যতা
- TGT (Arts): আর্টস বা কমার্স কিংবা সংস্কৃত শাখায় স্নাতক পাশ করার পাশাপাশি B.Ed করা থাকতে হবে।
- TGT (Science) (PCM): বিজ্ঞান শাখায় স্নাতক পাশ করা পাশাপাশি B.Ed/M.Ed করা থাকতে হবে।
- Hindi Teacher: স্নাতক পাশ করে B.Ed করা থাকলে আবেদন করতে পারবেন।
- TGT (Science) (CBZ): বিজ্ঞান শাখায় স্নাতক পাশ করা পাশাপাশি B.Ed/M.Ed করা থাকতে হবে।
- Physical Education Teacher: উচ্চমাধ্যমিক পাশ করে C.P.Ed/B.P.Ed/M.P.Ed করা থালেই চলবে।
- Sanskrit Teacher: সংস্কৃত বিষয়ে স্নাতক পাশ করে থাকতে হবে।
- Telugu Teacher: তেলেগু বিষয়ে স্নাতক পাশ করে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।
বয়সসীমা
আবেদনকারীর বয়স হতে হবে 21-32 বছরের মধ্যে।
নিয়োগ প্রক্রিয়া
কম্পিউটার বেসড টেস্ট তথা CBT এর মাধ্যমে প্রার্থী বাছাই করে পরবর্তী ধাপের জন্য ডাকা হবে।
আবেদন প্রক্রিয়া
অফিশিয়াল ওয়েবসাইট এ গিয়ে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আবেদনকারীকে নিজের যাবতীয় নানান তথ্যাদি দিয়ে আবেদন করে নিতে হবে।
আবেদন ফি
600 টাকা লাগবে আবেদন করতে। SC/ST/PWD এর আবেদন করতে 400 টাকা দিতে হবে।
আবেদনের সময়সীমা
অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আগামী 31/01/2022 তারিখের মধ্যে।
Official Notification: Click Here
Apply Online: Click Here
Official Website: dseodisha.in