12000 শূন্যপদে রাজ্যজুড়ে HDFC ব্যাংকে সরাসরি কর্মী নিয়োগ, বেতন 24000 টাকা | WB HDFC Bank Recruitment 2022

রাজ্যজুড়ে চাকরিপ্রার্থীদের জন্য এক দুর্দান্ত নিয়োগের সুখবর জারি হয়েছে। আপনি যদি দীর্ঘ দিন ধরে চাকরির সন্ধানে থেকে থাকেন এবং বেকার সমস্যায় ভুগছেন, তবে আপনার জন্য রয়েছে ব্যাংকে এক দুর্দান্ত নিয়োগ সুখবর। রাজ্যজুড়ে দেশ তথা রাজ্যের এক অন্যতম স্বনামধন্য ব্যাংক তথা HDFC ব্যাংকের পক্ষ থেকে অঢেল শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে রাজ্যের যেকোনো জেলা প্রান্ত থেকে পুরুষ কিংবা মহিলা যেকোনো প্রার্থী সরাসরি চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। নিয়োগের সব থেকে বড় বিশেষত্ব হলো, এখানে কোনো রকম পরীক্ষা ছাড়াই প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী পদে নিযুক্ত করা হবে। নিচে নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি আলোচনা করা হলো, জানতে আমাদের সঙ্গে থাকুন।

WB HDFC Bank Recruitment 2022

নিয়োগকারী সংস্থা ও নিয়োগ স্থান:
পশ্চিমবঙ্গ রাজ্য তথা সমগ্র দেশের এক স্বনামধন্য ব্যাংক HDFC ব্যাংকের তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যজুড়ে অবস্থিত HDFC ব্যাংকের প্রতিটি শাখায় নেওয়া হবে কর্মী। তাই আপনি রাজ্যের যেকোনো জেলা থেকে এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
পদের নাম:
রাজ্যের HDFC ব্যাংকের নিয়োগে বেশ বিভিন্ন ধরনের গ্রুপ সি লেভেলের পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। যেমন, RBB- Personal Banker, Technical Manager – Gold Loans, Sales Manager- Branch – Payment Business, Collection Manager – SLI, Customer Care Executive Service, RBB- Teller Authoriser, RM- Healthcare Finance এবং আরো প্রচুর ধরনের পদে কর্মী নেওয়া হবে যা এখানে বলে শেষ করা যাবে না। আবেদনের সময় যেকোনো একটি পদ বেছে নিয়ে আবেদন করতে পারবেন।
শূন্যপদের সংখ্যা:
HDFC ব্যাংকের বিভিন্ন শাখায় আপাতত সব মিলিয়ে 12500 এর মত শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার HDFC এর শাখা ব্যাংকের পাশাপাশি দেশের নানান রাজ্যে এই কর্মী নেওয়া হচ্ছে।
কীভাবে আবেদন করবেন?
এই এইচডিএফসি ব্যাংকের নিয়োগ (HDFC Bank Recruitment 2022) এ নিম্নলিখিত কয়েকটি ধাওয়ার মধ্য দিয়ে অনলাইনের মাধ্যমে খুব সহজেই আবেদন জানাতে পারবেন।
1. সবার প্রথমে HDFC ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে আবেদনের লিংকে ক্লিক করতে হবে।
2. আবেদনের ডাইরেক্ট লিঙ্ক নিচে দেওয়া হলো, সেখানে গিয়ে প্রথমে নিজের রাজ্য (State) বেছে নিন।
3. তারপর আপনার সামনে একটি পেজ খুলে যাবে যেখানে বিভিন্ন পদের নাম সঙ্গে জেলার নাম থাকবে।
4. এখান থেকে ইচ্ছেমতো জেলা তথা পদ বেছে নিয়ে পাশে থাকা Apply এ ক্লিক করুন।
5. এরপর আপনার সমানে নতুন একটি পেজ খুলে যাবে যেখানে লগইন করে নিতে হবে। Email এবং পাসওয়ার্ড দিয়ে করতে হবে লগইন।
6. সেক্ষেত্রে যারা নতুন আবেদন করছেন তাদের আগে একটি একাউন্ট বানিয়ে নিতে হবে রেজিস্ট্রেশন করে। 
7. এরজন্য New user? Sign up with your resume এ ক্লিক করুন।
8. এখানে আপনার CV তথা Resume আপলোড করতে হবে। সঙ্গে রিভিউ প্রোফাইল এ গিয়ে নিজের যাবতীয় কিছু তথ্য দিয়ে দেবেন।
9. সবার শেষে Complete বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন শেষে পুনরায় লগইন এর পেজ এ চলে আসুন।
10. যেই ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেটি দিয়ে এবং একটি পাসওয়ার্ড পাবেন, এগুলি দিয়ে লগইন করে নিন।
11. আরও কিছু তথ্য দিয়ে ফর্ম পূরণ করার পর সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করে নিজের আবেদনের কাজ সম্পন্ন করুন।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট যেমন,
3. মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট
4. উচ্চমাধ্যমিক এর মার্কশিট এবং সার্টিফিকেট
5. স্নাতক পাশের সার্টিফিকেট
6. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
7. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
8. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
কর্মী নিয়োগ প্রক্রিয়া:
কোনো রকম পরীক্ষা ছাড়াই প্রার্থীদের সরাসরি কর্মী পদে নিযুক্ত করা হবে,
1. আবেদন জমা পড়ার প্রার্থীদের প্রথমে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে শর্ট লিস্টিং করে বাছাই করে নেওয়া হবে।
2. সিলেক্টেড প্রার্থীদের ডেকে নেওয়া হবে সরাসরি ইন্টারভিউয়ের জন্য।
3. সেখানে তাদের নানান প্রশ্ন করণের মধ্য দিয়ে এবং পার্সোনালিটি টেস্ট করে তাদের সার্বিকভাবে যাচাই করে নেওয়া হবে।
4. সবার শেষে প্রার্থীদের নিয়ে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে এবং মেরিট লিস্ট তথা মেধা তালিকা এর ভিত্তিতে তাদের কর্মী পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা:
HDFC ব্যাংকের এই বিরাট শূন্যপদের নিয়োগে আবেদনের জন্য আপনাকে যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে ন্যুনতম স্নাতক পাশ করে থাকতে হবে। সঙ্গে উচ্চ শিক্ষিত রাও সমানভাবে এখানে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
প্রার্থীর বয়সসীমা:
এখানে আবেদনের ক্ষেত্রে আপনার ন্যূনতম বয়স হতে হবে 21 বছর এবং সর্বোচ্চ 40 বছরের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন:
প্রার্থীদের কর্মী পদে নিযুক্ত করার পর উচ্চ হারে বেতন দেওয়া হবে। চাকরিতে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 24,000/- টাকা থেকে শুরু হবে। ভবিষ্যতে এই বেতন আরো বাড়তে থাকবে।
নিচে আবেদনের ডাইরেক্ট লিঙ্ক দেওয়া হলো, সেখানে গিয়ে ইচ্ছেমতো পদ ও জেলা বেছে নিয়ে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। এখানে রাজ্যের প্রতিটি জেলা তথা শহরের প্রতিটি শাখায় নেওয়া হচ্ছে কর্মী। রাজ্যের যেকোনো জেলা কিংবা শহর থেকে জানাতে পারবেন আবেদন।
APPLY ONLINE: CLICK HERE


MORE JOB NEWS: CLICK HERE 


ভবিষ্যতে চাকরি ও নিয়োগের আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।

TELEGRAM CHANNEL: JOIN HERE 

Leave a comment