1500 শূন্যপদে IDBI ব্যাংকে কর্মী নিয়োগ, আবেদন করুন আপনিও | IDBI Bank Recruitment 2022

এক সুবর্ণ চাকরির সুযোগ সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য। আপনি যদি অনেক পড়াশোনা করার পর সরকারি চাকরির সন্ধানে থেকে থাকেন এবং চাকরির খোঁজে খোঁজে দিশেহারা হয়ে বেকার সমস্যায় জর্জরিত, তবে আপনার জন্য এক দুর্দান্ত সুযোগ ব্যাংকে চাকরি করার। রাজ্যের যেকোনো জেলা প্রান্ত থেকে পুরুষ কিংবা মহিলা যেকেউ সমানভাবে যোগ্য এখানে আবেদনের জন্য। চাকরির বাজারে দিন দিন বেড়েই চলেছে মন্দা, এই কঠিন পরিস্থিতিকে এমন দুর্দান্ত চাকরির সুযোগ হাতছাড়া না করতে দেখুন বিস্তারিত, নিচে দেওয়া হলো।

IDBI Bank Recruitment 2022

নিয়োগকারী সংস্থা:
দেশের এক অন্যতম স্বনামধন্য ব্যাংক তথা আইডিবিআই (IDBI) অর্থাৎ Industrial Development Bank of India এর পক্ষ থেকে এই নিয়োগ সংঘটিত করা হচ্ছে। রাজ্যের পাশাপাশি সারা দেশের যেকোনো স্থান থেকে আবেদন করতে পারবেন এখানে।
কীভাবে আবেদন করবেন?
অনলাইনের মাধ্যমে আবেদন করে নিম্নলিখিত কয়েকটি ধাপে খুব সহজেই আবেদন করা যাবে,
1. প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন এর লিংকে ক্লিক করবেন। নিচে রেজিস্ট্রেশন এর ডাইরেক্ট লিঙ্ক দেওয়া হয়েছে।
2. নিজের নাম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
3. তারপর আপনার মোবাইল নম্বর এবং ইমেল আইডি তে একটি রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড পাঠানো হবে।
4. এগুলি দিয়ে লগইন এর পেজ এ গিয়ে লগইন করুন, তারপর আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে পূরণ করুন ফর্ম।
5. নিজের বাবা অথবা স্বামীর নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দিয়ে দেবেন।
6. এরপর নিজের যাবতীয় কিছু ডকুমেন্ট আপলোড করে দেবেন, সঙ্গে নিজের একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে।
7. সবার শেষে আবেদন ফি জমা করে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আপনার আবেদনের কাজ সম্পন্ন হবে।
(মোবাইলে আবেদন করতে চাইলে আবেদনের লিংকে ক্লিক করে মোবাইলটি Landscape Mode করবেন, এরজন্য আপনাকে আপনার মোবাইল সেটিংস এ গিয়ে Auto Rotate অপশন টি On রাখতে হবে। তারপর মোবাইলটি ঘুরিয়ে ধরুন, তাহলেই আবেদনের পেজটি খুলবে।)
প্রয়োজনীয় ডকুমেন্ট:
আবেদনে প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি হলো, 
1. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বয়সের প্রমাণপত্র হিসেবে
2. মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট
3. উচ্চমাধ্যমিক এর মার্কশিট এবং সার্টিফিকেট
4. স্নাতক পাশের সার্টিফিকেট
5. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
6. আইডি কার্ড হিসাবে ভোটার কার্ড কিংবা আঁধার কার্ড কিংবা প্যান কার্ড
7. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
8. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
কর্মী নিয়োগ প্রক্রিয়া:
নিজের কয়েকটি ধাপে মূলত প্রার্থীদের কর্মী পদে নিযুক্ত করা হবে,
1. আবেদন জমা পড়ার পর প্রার্থীদের একটি অনলাইন টেস্ট দিতে হবে, বিভিন্ন বিষয় থেকে থাকবে প্রশ্ন।
2. এখানে যারা পাশ করবেন তারা ডাক পাবেন পরবর্তী ধাপ তথা ডকুমেন্ট ভেরিফিকেশন এর জন্য।
3. ডকুমেন্ট ভেরিফিকেশন এর পর প্রার্থীদের PRMT এর মধ্য দিয়ে যেতে হবে।
4. সবার শেষে মেরিট লিস্ট তৈরি করে তার ভিত্তিতে প্রার্থীদের কর্মী পদে নিযুক্ত করা হবে।
পদের নাম:
IDBI ব্যাংকে প্রধান দু ধরনের পদে কর্মী নেওয়া হচ্ছে। যথা, Executive এবং Assistant Manager, আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা অনুযায়ী যেকোনো একটি পদে আবেদন জানাতে পারবেন। নিচে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা দেওয়া হয়েছে।
মোট শূন্যপদ:
IDBI ব্যাংকে অসংখ্য শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। মোটামুটি সব মিলিয়ে 1544 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা:
আইডিবিআই ব্যাংক নিয়োগ (IDBI Recruitment 2022) এ আবেদনের ক্ষেত্রে আপনাকে যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে ন্যুনতম স্নাতক ডিগ্রি পাস করে থাকতে হবে। 
প্রার্থীর বয়সসীমা:
এখানে এই ব্যাংকের চাকরি (Bank Jobs 2022) তে আবেদনের ক্ষেত্রে আপনার ন্যূনতম বয়স হতে হবে 20 বছর এবং সর্বোচ্চ 28 বছর বয়সের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
আবেদনের সময়সীমা:
আগামী 17/06/2022 তারিখের মধ্যে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে।
নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হয়েছে, সেটি ডাউনলোড করে এই নিয়োগ তথা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিন। সঙ্গে আবেদনের ডাইরেক্ট লিঙ্ক দেওয়া হলো।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE


OFFICIAL WEBSITE: CLICK HERE


APPLY ONLINE: REGISTRATION / LOGIN


MORE JOB NEWS: CLICK HERE 

Leave a comment