16,000/- টাকা বেতনে পশ্চিমবঙ্গে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ, আবেদন 23 জেলা থেকে | WB DEO Job Recruitment 2023

পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক দুর্দান্ত নিয়োগের সুখবর। রাজ্যে এবার ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। নিয়োগের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, আপনারা রাজ্যের যেকোনো জেলা প্রান্ত থেকে এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে আপনারা যারা রাজ্যের স্থায়ী বাসিন্দা হওয়ার পাশাপাশি চাকরি প্রার্থী এবং দীর্ঘদিন ধরে ভালো কোনো নিয়োগের সন্ধান করছেন তারা এখানে আবেদন জানাতে পারেন।

WB DEO Job Recruitment 2023
নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের তত্ত্বাবধানে DGP (Director General of Police) এর অফিসে এই কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম: এই নিয়োগের মধ্য দিয়ে ডেটা এন্ট্রি অপারেটর তথা DEO পদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপর সার্টিফিকেট থাকা দরকার।
মাসিক বেতন: নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন 16,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। নিচে বিস্তারিত ধাপ আলোচনা করা হয়েছে।
1. নিচে দেওয়া ডাইরেক্ট লিঙ্ক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে প্রিন্ট আউট করে বের করুন।
2. নিজের যাবতীয় তথ্য যেমন, নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেল আইডি, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন।
3. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন ফর্মে। পাশাপাশি ফর্মের মধ্যে একটি সিগনেচার করুন নিজের।
4. তারপর যাবতীয় গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. জন্মতারিখ তথা বয়সের প্রমাণপত্র
2. আধার কার্ড/ প্যান কার্ড/ ভোটার কার্ড
3. শিক্ষাগত যোগ্যতার সকল ডকুমেন্ট
4. কম্পিউটার কোর্স এর সার্টিফিকেট
5. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
এসব ডকুমেন্ট এর জেরক্স কপি সেল্ফ অ্যাটেস্টেড করে আবেদনপত্র তথা Application Form এর সঙ্গে যুক্ত করবেন।
আবেদনের সময়সীমা: আগামী 31/08/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে আবেদনপত্র পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেবেন।
আবেদন পাঠানোর ঠিকানা: The Director General of Police, Telecommunication (HQ), West Bengal, 3, Manik Bandopadhyay Sarani, Tollygunge, Kolkata, PIN – 700040
এছাড়াও আপনারা চাইলে আবেদনপত্র ফটো/ স্ক্যান করে ইমেলের মাধ্যমে পাঠাতে পারবেন। এক্ষেত্রে এই ইমেল ঠিকানা নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া হয়েছে।
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORM: CLICK HERE 


OFFICIAL WEBSITE: CLICK HERE


MORE JOB NEWS: CLICK HERE


OUR TELEGRAM CHANNEL: JOIN HERE 

Leave a comment