এক সুবর্ণ চাকরির সুযোগ পশ্চিমবঙ্গের সরকারি চাকরি প্রার্থীদের জন্য। আপনি যদি তথাকথিত বিভিন্ন সাধারণ চাকরি থেকে বেরিয়ে এসে একটি নতুন এবং ভিন্ন ধরনের চাকরির খোঁজ করছেন তবে এই নিয়োগের খবরটি পড়ে দেখতে পারেন। দিনের পর দিন বাড়ছে বেকার সমস্যা অন্যদিকে মন্দা দেখা দিয়েছে চাকরির বাজারে। এই কঠিন মুহূর্তে ন্যুনতম অষ্টম পাশ যোগ্যতায় কলকাতা সহ আরো কিছু এয়ারপোর্ট এ জারি হলো অসংখ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। রাজ্য জুড়ে রাজ্যের যেকোনো জেলা কিংবা শহর থেকে পুরুষ কিংবা মহিলা যেকোনো প্রার্থী চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। কোনো রকম আবেদন ফি ছাড়াই সরাসরি আবেদন জমা করার মধ্য দিয়ে এই দুর্দান্ত চাকরি হাতের মুঠোয় করে নিতে এখনি দেখে নিন নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি।
নিয়োগকারী সংস্থা ও নিয়োগ স্থান:
ককতাকা সহ আরো কয়েকটি Airport এ এই কর্মী নিয়োগ করা হচ্ছে। যেমন, বিহার, আসাম, ব্যাঙ্গালোর, চেন্নাই এবং দিল্লি এই সবকটি এয়ারপোর্ট এ কর্মী নিযুক্ত করা হচ্ছে। সুতরাং, আপনি রাজ্যের পাশপাশি দেশের যেকোনো স্থান এর অধিবাসী হলেই এখানে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
পদের নাম:
এয়ারপোর্ট এর এই নিয়োগ (Airport Recruitment 2022) এ সর্বমোট আট ধরনের গ্রুপ ডি লেভেলের কর্মী নিয়োগ করা হবে। যথা, Surgeon in Flight, Fire Safety, Driver, Ground Staff, Food Packing, Airhostess/Flight Steward, Retail CSA, Loader ইত্যাদি।
মোট শূন্যপদ:
বিভিন্ন Airport এ সব মিলিয়ে 1621 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে এই উপরোক্ত 8 টি পদের প্রতিটি পদেই অসংখ্য শূন্যপদে কর্মী নেওয়া হচ্ছে। অফিসিয়াল নোটিফিকেশন এ পদ অনুযায়ী শূন্যপদের বিবরন দেওয়া হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:
ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ করে থাকলেই আপনি এই এয়ারপোর্ট এর চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক অথবা স্নাতক পাশ করে থাকেন তবে আপনাকে নিয়োগের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
প্রার্থীর বয়সসীমা:
নিয়োগে আবেদনের জন্য আপনার ন্যুনতম বয়স হতে হবে 18 বছর এবং এখানে সর্বোচ্চ 46 বছরের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। অবশ্য পদ অনুযায়ী বয়সসীমা কিছুটা ভিন্ন হবে।
মাসিক বেতন:
মাসিক বেতন প্রতিটি পদ অনুযায়ী ভিন্ন। পদ অনুযায়ী সর্বনিম্ন পদের জন্য মাসিক বেতন 17 হাজার টাকা এবং সর্বোচ্চ পদের জন্য 40 হাজার টাকা।
আবেদন পদ্ধতি:
অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করে আবেদন করতে পারবেন এখানে।
1. একটি সাদা কাগজের মধ্যে নিজের সকল প্রকার তথ্য দিয়ে একটি আবেদনপত্র বানিয়ে ফেলুন।
2. সেক্ষেত্রে এই আবেদনপত্র তথা BIO DATA টি নিজের সকল প্রকার তথ্য দিয়ে ভালো করে পূরণ করতে হবে।
3. নিজের নাম থেকে শুরু করে, বাবার নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস, মোবাইল নম্বর এবং ইমেল আইডি সব তথ্য দিন।
4. নিজের সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট ভালো করে জেরক্স এবং সেল্ফ অ্যাটেস্টেড করে আবেদনপত্রের সঙ্গে জুড়ে দিন।
4. সঙ্গে নিজের 6 কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো মনে করে দেবেন সঙ্গে একটি সিগনেচার করে দেবেন।
5. সবার শেষে এগুলি একটি খামের মধ্যে ভরে ফেলুন এবং তা একটি নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেবেন।
6. বাই পোস্টের মাধ্যমে কিংবা নিজে গিয়ে জমা করতে পারবেন আবেদন।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
কিছু যাবতীয় ডকুমেন্ট দরকার এখানে আবেদনের ক্ষেত্রে,
1. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট বয়সের প্রমাণপত্র হিসেবে
2. অষ্টম লাশের মার্কশিট
3. মাধ্যমিক পাশের মার্কশিট এবং সার্টিফিকেট
4. উচ্চমাধ্যমিক পাশের মার্কশিট এবং সার্টিফিকেট
5. স্নাতক পাশের সার্টিফিকেট যদি থাকে
6. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
7. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
কর্মী নিয়োগ প্রক্রিয়া:
কয়েকটি ধাপের মধ্য দিয়ে প্রার্থীদের কর্মী পদে নিযুক্ত করা হবে।
1. আবেদন জমা পড়ার পর প্রার্থীদের সবার প্রথমে ডেকে নেওয়া হবে একটি লিখিত পরীক্ষার জন্য।
2. তারপর এখানে পাশ করার পর তারা ডাক পাবেন ইন্টারভিউয়ের জন্য।
3. এখানে প্রার্থীদের সাধারণ প্রশ্ন করণের মধ্য দিয়ে এবং কর্ম দক্ষতা, অভিজ্ঞতা ও পার্সোনালিটি দেখে নেওয়া হবে।
4. এরপর তাদের পারফরম্যান্স এর ভিত্তিতে একটি মেরিট লিস্ট তথা মেধা তালিকা তৈরি করা হবে।
5. সবার শেষে এই মেধা তালিকা অনুযায়ী প্রার্থীদের ডেকে সরাসরি কর্মী পদে নিয়োগ করা হবে।
আবেদন পাঠানোর ঠিকানা:
Head Office – 28/3/2, First Floor, Front Side, Kapashera, Samalka Exrn, Near Kapashera Police Station, New Delhi 110097
আবেদনের সময়সীমা:
আগামী 20/06/2022 তারিখের মধ্যে আপনাকে নিয়োগের জন্য আবেদন জানাতে হবে। নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হলো, ডাউনলোড করে দেখে নিন।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE