সরকারি চাকরিপ্রার্থীদের জন্য এক বিশেষ চাকরির বিজ্ঞপ্তি জারি হলো শিক্ষক পদে নিয়োগের জন্য। OAVS এর পক্ষ থেকে রাজ্যে এক সৈনিক স্কুলে 1749 টি শূন্যপদে বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে। আপনি কি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং শিক্ষকতার চাকরি করতে ইচ্ছুক, কিংবা ছাত্র-ছাত্রীদের পড়াতে ভালোবাসেন, তবে এই চাকরির জন্য আবেদন করতে পারেন। প্রধানত অনলাইনের মাধ্যমে রাজ্যের যেকোনো জেলা থেকে পুরুষ কিংবা মহিলা যে কেউ অনায়াসেই আবেদনের যোগ্য। তাই আর দেরি না করে এখনই দেখে নিন আবেদনের বিস্তারিত খুঁটিনাটি।
নিয়োগকারী সংস্থা
ওডিশা আদর্শ বিদ্যালয় সংগঠন তথা Odisha Adarsha Vidyalaya Sangathan (OAVS) এর পক্ষ থেকে বিভিন্ন বিষয়ের ওপর এবং বিভিন্ন প্রকারের পদে অসংখ্য শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে।
পদের নাম ও শূন্যপদের সংখ্যা
মূলত বিভিন্ন বিষয়ের ওপর অসংখ্য শূন্যপদে যেসব পদে নিয়োগ করা হবে শিক্ষক তার বিবরণ এবং ডানপাশে প্রতিটি পদের শূন্যপদের সংখ্যা দেওয়া হলো-
- Principal- 109
- PGT English- 77
- PGT Physics- 95
- PGT Chemistry- 97
- PGT Mathematics- 94
- PGT Biology- 92
- PGT Computer Science- 02
- PGT Commerce- 60
- PGT Economics- 30
- TGT English- 297
- TGT Mathematics- 282
- TGT Odia- 67
- TGT Science- 68
- TGT Social Studies- 95
- PET- 129
- Computer Teacher- 154
- Librarian- 01
শিক্ষাগত যোগ্যতা
- Principal পদের জন্য Post Graduate হওয়ার পাশাপাশি B.Ed করা থাকতে হবে।
- বিভিন্ন TGT পদের ক্ষেত্রে 2 বছরের Integrated Post Graduation করার পাশাপাশি B.Ed করা থাকতে হবে।
- TGT পদের ক্ষেত্রে ক্ষেত্রে 4 বছরের Integrated Degree Course করতে হবে Science কিংবা Arts এর ওপর।
- PET এর ক্ষেত্রে Physical Education বিষয়ে Graduate কিংবা Post Graduate হতে হবে।
- Computer Teacher পদে আবেদন করতে Computer Science বিষয়ে ডিগ্রি ধারণ করতে হবে।
- Librarian পদে আবেদন করতে Library Science এর ওপর ডিপ্লোমা কিংবা ডিগ্রি কোর্স থাকতে হবে।
বয়সসীমা
- Principal পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে 32-50 বছরের মধ্যে।
- এবং বাকি অন্যান্য পদের ক্ষেত্রে বয়স হতে হবে 21-32 বছরের মধ্যে।
আবেদন প্রক্রিয়া
শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অফিশিয়াল ওয়েবসাইট এ গিয়ে নিজের যাবতীয় বিভিন্ন তথ্যাদি দিয়ে আবেদন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে।
নিয়োগ প্রক্রিয়া
প্রধান 2 টি ধাপের মধ্য দিয়ে প্রার্থী বাছাই করে শিক্ষক নিয়োগ করা হবে। যথা-
- Computer Based Test (CBT)
- Interview
আবেদেনের সময়সীমা
আগামী 20/01/2022 থেকে 20/02/2022 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
Official Notification: Click Here
Official Website: oavs.in