ঠিক এই মুহূর্তে সরকারি চাকরি প্রার্থীদের জন্য এর থেকে বড় নিয়োগের সুখবর আর কিছুই হতে পারে না। পোস্ট অফিস তথা ডাক বিভাগের পক্ষ থেকে অঢেল পরিমাণ শূন্যপদে নেওয়া হচ্ছে কর্মী। এর আগে এর থেকে বিরাট সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ হয়েছিল কিনা সন্দেহ আছে। সব মিলিয়ে প্রায় 2.5 লাখ শূন্যপদে নেওয়া হচ্ছে কর্মী, যেখানে পোস্ট অফিসের এমন কোনো ক্ষেত্র তথা ডিপার্টমেন্ট নেই যেখানে নিয়োগ হবে না। ন্যুনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় এখানে আবেদন করা যাবে। যেকোনো রাজ্য তথা জেলা তথা প্রান্ত থেকে পুরুষ কিংবা মহিলা নির্বিশেষে যেকেউ এখানে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। তবে আর দেরি না করে জেনে নিন নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি, নিচে আলোচনা করা হয়েছে।
নিয়োগকারী সংস্থা ও নিয়োগস্থান:
ভারতীয় ডাক তথা ইন্ডিয়া পোস্ট (India Post) এর তরফ থেকে জারি করা হয়েছে এই নিয়োগের বিজ্ঞপ্তি। এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সহ আরো নানান সার্কেলে হচ্ছে নিয়োগ। তথা রাজ্যের প্রতিটি জেলা প্রান্তে অবস্থিত ভারতীয় ডাক এর ছোটো বড় নানান বিভাগে কর্মী নেওয়া হচ্ছে।
পদের নাম:
পোস্ট অফিস তথা ডাক বিভাগের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে হচ্ছে না নিয়োগ। এর মধ্যে দিয়ে পোস্টম্যান, মেলগার্ড, মাল্টি টাস্কিং স্টাফ (MTS), ক্লার্ক, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, আর্টিজন ইত্যাদি আরো নানান পদে নেওয়া হচ্ছে কর্মী।
মোট শূন্যপদ:
প্রচুর পরিমাণে শূন্যপদ পোস্ট অফিসের এই নিয়োগ (Post Office Recruitment 2022) এ কর্মী নিয়োগ করা হচ্ছে। সব মিলিয়ে প্রায় আড়াই লাখ এর মতো শূন্যপদে নেওয়া হবে কর্মী। এযাবৎ পশ্চিমবঙ্গ রাজ্য সহ নানান রাজ্যের সার্কেলে যত শূন্যপদ তৈরি হয়েছে পোস্ট অফিসের, সব পূরণ করা হবে এর মধ্য দিয়ে। এই অঢেল শূন্যপদের মধ্যে মধ্যে শুধু পশ্চিমবঙ্গেই নিয়োগ হবে প্রায় 21,000 এর বেশি কর্মী।
শিক্ষাগত যোগ্যতা:
পোস্ট অফিসের তথা ডাক বিভাগের এই সুবিশাল নিয়োগ (Post Office Recruitment 2022) এর মধ্য দিয়ে উপরের বিভিন্ন পদ গুলিতে আবেদন জানাতে গেলে আপনার ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার মাধ্যমিক পাশ। সেক্ষেত্রে দ্বাদশ তথা উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আরো কিছু পদের জন্য আবেদন জানাতে পারবেন।
আবেদন পদ্ধতি:
অনলাইনের মাধ্যমে আপনি এখানে কয়েকটি ধাপ অনুসরন করে নিয়োগের জন্য আবেদন জানাতে পারেন,
1. সেক্ষেত্রে সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে রেজিস্ট্রেশন এর লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিন।
2. নিজের যাবতীয় বিভিন্ন তথ্য যেমন, নাম, বাবা অথবা স্বামীর নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দেবেন।
3. সঙ্গে নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি প্রদান করবেন।
4. যাবতীয় কিছু ডকুমেন্ট ভালো করে রিসাইজ করে আপলোড করতে হবে।
5. সঙ্গে নিজের একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার আপলোড করুন।
6. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
নিয়োগে আবেদনের ক্ষেত্রে নিম্নলিখিত ডকুমেন্ট গুলি অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট যেমন, মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট
2. উচ্চমাধ্যমিক এর মার্কশিট এবং সার্টিফিকেট
3. স্নাতক পাশের সার্টিফিকেট যদি থাকে
4. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
5. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
6. ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
ইতিমধ্যে বিভিন্ন সার্কেল থেকে শূন্যপদের হিসাব পাঠিয়ে দেওয়া হয়েছে ডাক বিভাগের প্রধান দপ্তরে। খুব শীঘ্রই নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন জারি করে দেওয়া হবে, সেখান থেকেই আপনারা আবেদন জানাতে পারবেন। এই নিয়োগের যাবতীয় আপডেট সবার আগে পেতে আমাদের এই ওয়েবসাইট KhoborSampriti.com এর সঙ্গে যুক্ত থাকুন।
MORE WB GOVT JOB: CLICK HERE
ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE