অনেকেই আছেন যারা বিভিন্ন কারণবশত বেশি দূর পড়াশোনা করতে পারেন না এবং ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন। তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। এবার ভারতীয় ডাক বিভাগের তরফে জারি হলো নতুন নিয়োগের বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে নিয়োগের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো, এখানে শুধুমাত্র অষ্টম পাশ যোগ্যতায় চাকরির জন্য আবেদন জানাতে পারবেন আপনি। তবে আর দেরি কিসের, আসুন জেনে নিই নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি।
নিয়োগকারী সংস্থা: কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে ডিপার্টমেন্ট অফ পোস্ট তথা ইন্ডিয়া পোস্ট এর অধীনে তথা ডাক বিভাগে নেওয়া হবে কর্মী।
পদের নাম – স্কিলড আর্টিসান (MV মেকানিক)
শিক্ষাগত যোগ্যতা: প্রথমত আপনাকে যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ট্রেড তথা ক্ষেত্রে কর্ম অভিজ্ঞতা থাকা দরকার।
প্রার্থীর বয়সসীমা: নিয়োগে আবেদনের ক্ষেত্রে আপনার ন্যুনতম বয়স হতে হবে 18 বছর। এখানে সর্বোচ্চ 30 বছর বয়সের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন: নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 20 হাজারের কাছাকাছি তথা 19,900/- টাকা থেকে শুরু হচ্ছে। বেতন সর্বোচ্চ 63,200/- টাকা অব্দি হতে পারে।
কীভাবে আবেদন করবেন: মূলত অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন।
1. নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের আবেদনপত্র সংগ্রহ করে নিন।
2. আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট এর ডাইরেক্ট লিঙ্ক নিচে দেওয়া হলো, ডাউনলোড করে বের করে নিন।
3. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে ভালো করে পূরণ করে ফেলুন এটি।
4. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দেবেন।
5. রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন সঙ্গে একটি সিগনেচার করবেন ফর্মের মধ্যে।
6. সবার শেষে এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
3. সকল প্রকার শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
4. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
5. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
6. বৈধ ও সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি
7. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
আবেদনের সময়সীমা: নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ পাওয়ার এক মাসের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে 15/03/2023 তারিখে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। অর্থাৎ, এখনও করতে পারবেন আবেদন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: The Manager, Mail Motor Service, GPO Building, Sector 17D, Chandigarh – 160017
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORMAT: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE