রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য প্রকাশ পেলো এক দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি। ভারতীয় ডাক বিভাগ (India Post) এর তরফ থেকে অসংখ্য শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। INDIA POST এর পক্ষ থেকে প্রধানত বেশ কিছু গ্রূপ-সি (Group-C) পদে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো জেলা থেকে যেকোনো প্রার্থী এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় মূলত অফলাইনের মাধ্যমে অতি সহজেই আবেদন করে নিতে পারবেন। আপনি যদি সরকারি চাকরির খোঁজে থাকেন এবং ভারতীয় ডাক বিভাগের নিয়োগে ((India Post Recruitment 2022) অংশগ্রহণ করতে চান, তবে এই চাকরির জন্য আবেদন করতে পারেন। নিচে বিস্তারিত আলোচনা করা হলো-
নিয়োগকারী সংস্থা: ভারতীয় ডাক তথা India Post এর তরফ থেকে এই নিয়োগ করা হবে।
পদের নাম: India Post এর এই নিয়োগে মূলত বেশ কিছু গ্রূপ-সি (Group-C) পদে কর্মী নিয়োগ করা হবে। পদের নাম হলো- স্টাফ কার ড্রাইভার (Staff Car Driver)
শিক্ষাগত যোগ্যতা: এই গ্রূপ-সি পদে আবেদন করতে আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: এছাড়াও আরো যেসব যোগ্যতা প্রয়োজন এই পদে আবেদন করতে গেলে-
- আবেদনকারীর ভারী এবং হালকা যানবাহন গাড়ি চালানোর একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স (Driving License) থাকতে হবে।
- যানবাহনের যন্ত্রাংশ তথা বিভিন্ন পার্টস সম্পর্কে বিশেষ জ্ঞান থাকতে হবে।
- ভারী এবং হালকা যানবাহন চালানোর দক্ষতা থাকতে হবে তিন বছরের।
বয়সসীমা: ভারতীয় ডাক (India Post) এর এই Group-C এর চাকরিতে আবেদন করতে আবেদনকারীর বয়স হতে হবে 18-27 বছরের মধ্যে। SC/ST দের বয়সের ক্ষেত্রে 5 বছরের এবং OBC দের 3 বছরের ছাড় দেওয়া হবে।
বেতনক্রম: চাকরি পাওয়ার পর কর্মীদের মাসে 19900- 63200 টাকা বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া: আবেদনকারীদের নিম্নলিখিত কয়েকটি ধাপের মাধ্যমে আবেদন করে নিতে হবে।
- প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের আবেদনত্র (Application Form) টি ডাউনলোড করে নিতে হবে।
- আবেদনপত্রটি ভালো করে নিজের যাবতীয় নানান তথ্যাদি নিয়ে পূরণ করতে হবে।
- তারপর আবেদনপত্রের সঙ্গে কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট জুড়ে দিতে হবে।
- সর্বশেষে আবেদনপত্রটি একটি খামের মধ্যে পুড়ে তা নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা: আবেদনপত্র পাঠানোর ঠিকানাটি হলো-
- The Senior Manager, Mail Motor Service, C-121, Naraina Industrial Area phase -I, Naraina, New Delhi- 110028
প্রয়োজনীয় ডকুমেন্ট: আবেদনপত্রের সঙ্গে যেসব ডকুমেন্ট দিতে হবে সেগুলো হলো-
- জন্ম তারিখের প্রমাণপত্র
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- ড্রাইভিং লাইসেন্স
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
আবেদনের সময়সীমা: আবেদন পাঠাতে পারবেন আগামী 15/03/2022 তারিখের মধ্যে।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গের শিক্ষাকেন্দ্রে গ্রূপ-ডি কর্মী নিয়োগ, যেকোনো যোগ্যতায় যেকোনো প্রার্থী আবেদনযোগ্য
Official Notification: Click Here
Application Form: Click Here
Official Website: Click Here