20000 টাকা বেতনে সরাসরি Walk-In-Interview এর মাধ্যমে রাজ্যে Group-C কর্মী নিয়োগ | WB Group-C Recruitment 2022

রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিশেষ সুখবর। পশ্চিমবঙ্গে শ্রম দপ্তরে অসংখ্য গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেলো। উচ্চ বেতনে কর্মী নিয়োগ করা হবে। আপনি যদি চাকরির খোঁজে থাকেন তবে আপনার জন্য অন্যতম দুর্দান্ত নিয়োগের খবর এটি। কোনো রকম লিখতি পরীক্ষা হবে না। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। নিচে বিস্তারিত দেওয়া হলো, যদি আপনি আবেদনের যোগ্য হোন তবে করে নিয়ে পারেন আবেদন।


job aspirants

নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ শ্রম দপ্তর (West Bengal Labour Department) এর অধীনে কর্মী নিয়োগ করা হবে।


পদের নাম: ক্রিটিকাল কেয়ার টেকনিশিয়ান তথা  Critical Care Technician (CCT) পদে কর্মী নিয়োগ করা হবে।


শূন্যপদের সংখ্যা: West Bengal Labour Department Recruitment 2022 এ সর্বমোট 40 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। 


শিক্ষাগত যোগ্যতা: Critical Care Technology তে ডিপ্লোমা করে থাকতে হবে।



আবেদনকারীর বয়স: এই পদে আবেদন করতে গেলে আবেদনকারীর বয়স 39 বছরের নিচে হতে হবে।


বেতন: 20000 টাকা মাসে।


আবেদন প্রক্রিয়া: এই পদে আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইন পদ্ধতির মাধ্যমে। আবেদনপত্র তথা Application Form ডাউনলোড করে (A4 পেজে) তা নিজের যাবতীয় তথ্যাদি দিয়ে পূরণ করতে হবে এবং একেবারে Walk-In-Interview এর দিন ইন্টারভিউ যেখানে হবে সেখানে উপস্থিত হতে হবে।

আবেদনপত্রের সঙ্গে যেসব ডকুমেন্ট দেবেন:
  • জন্ম তারিখের প্রমাণপত্র
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • বাসিন্দার প্রমাণপত্র
  • নিজের একটি পাসপোর্ট ফটো

নিয়োগ প্রক্রিয়া: কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।


ইন্টারভিউয়ের দিন ও সময়: আগামী 13/01/2022 তারিখ সকাল 11:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত ইন্টারভিউ চলবে।



Walk-In-Interview এর স্থান: 
Directorate of ESI (MB) Scheme, WB. Wing B, Plot VI, GB-Block, Sector-III, Salt Lake, Kolkata- 97




Official Notification: Click Here


Application Form: Click Here


Official Website: esiwb.gov.in

Leave a comment