পশ্চিমবঙ্গে স্বাস্থ্য বিভাগের তরফে ফের এক নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি। এবার স্বাস্থ্য বিভাগের তরফে একই সঙ্গে কয়েক ধরনের গ্রুপ সি লেভেলের পদে নেওয়া হচ্ছে কর্মী। নিয়োগের বিশেষ বিশেষত্ব হলো, এখানে কোনো রকম পরীক্ষা নেওয়া ছাড়াই প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিযুক্ত করে দেওয়া হবে। সঙ্গে মাসে ভালো অঙ্কের টাকা বেতন দেওয়া হবে কর্মীদের। নিচে আরো বিস্তারিত খুঁটিনাটি আলোচনা করা হয়েছে, জানতে আমাদের সঙ্গে থাকুন।
নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে রাজ্যে স্বাস্থ্য বিভাগের তরফে জারি হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে জেলা লেভেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম – ল্যাব টেকনিশিয়ান
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে উচ্চমাধ্যমিক পাশ। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ক্ষেত্রে তেমন কোনো বাঁধা সীমা নেই। সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন যোগ্য।
মাসিক বেতন: নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 22,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
পদের নাম – কো অর্ডিনেটর
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক পাশ করে থাকতে হবে। সঙ্গে কম্পিউটার এমএস এর কাজে বিশেষ দক্ষ হতে হবে।
প্রার্থীর বয়সসীমা: এখানে বয়সের ক্ষেত্রে তেমন কোনো বাঁধা সীমা নেই। সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন যোগ্য।
মাসিক বেতন: ভালো অঙ্কের টাকা বেতন দেওয়া হবে। এখানে নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 22,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
পদের নাম – মাল্টি রিহ্যাবিলিটেশন
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক পাশ করে থাকতে হবে। সেক্ষেত্রে সম্পর্কিত বিষয়ের ওপর স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: নিয়োগে আবেদনের ক্ষেত্রে আপনার ন্যুনতম বয়স হতে হবে 21 বছর। সর্বোচ্চ 40 বছর বয়সের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন: নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 18,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন।
1. নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সবার প্রথমে নিয়োগের আবেদনপত্র সংগ্রহ করুন।
2. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করুন।
3. নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য সঙ্গে রাখবেন।
4. নিজের একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন সঙ্গে একটি সিগনেচার করে দেবেন নিজের।
5. সবার শেষে এগুলি সব খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
আবেদনের সময়সীমা: আগামী 24/03/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে আবেদন পাঠানোর ঠিকানা দেওয়া হয়েছে।
আবেদন পাঠানোর ঠিকানা: Office of the Chief Medical Officer of Health , New Administrative Building , Old Out Door Campus , PO – Suri, District- Birbhum, Pin – 731101, West Bengal
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORM: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
OUR TELEGRAM CHANNEL: JOIN HERE