রাজ্যজুড়ে সমস্ত চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দুর্দান্ত এক নিয়োগের সুখবর। এবার একই সঙ্গে অঢেল পরিমাণ শূন্যপদে রাজ্যে বিভিন্ন জেলায় জেলায় ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগ করা হবে। নিয়োগের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এখানে ন্যুনতম অষ্টম পাশ যোগ্যতায় চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। এবং রাজ্যের যেকোনো জেলা প্রান্ত থেকে যেকেউ আবেদন যোগ্য।
পদের নাম: প্রধান দু ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। যথা, ICDS অঙ্গনওয়াড়ি কর্মী এবং ICDS অঙ্গনওয়াড়ি সহায়িকা।
মোট শূন্যপদ: একই সঙ্গে অঢেল পরিমাণ শূন্যপদে নেওয়া হবে কর্মী। সেক্ষেত্রে আপাতত সব মিলিয়ে 23 হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা: ন্যুনতম অষ্টম পাশ যোগ্যতা থাকলে ICDS অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য আবেদন জানাতে পারবেন। এবং ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকলে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন জানাতে পারবেন।
প্রার্থীর বয়সসীমা: উপরের দু ধরনের পদেই আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীর ন্যুনতম বয়স হতে হবে 18 বছর। সর্বোচ্চ 45 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য। রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের নিয়ম মেনে বয়সে বিশেষ ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন: ICDS পদের এই কর্মীদের মোটামুটি ভালো বেতন প্রদান করা হবে। নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন 6,000/- থেকে 9,000/- টাকার মধ্যে থাকছে।
কর্মী নিয়োগ প্রক্রিয়া: আবেদন জমা পড়ার পর প্রার্থীদের প্রথমে ডেকে নেওয়া হবে লিখিত পরীক্ষার জন্য। এখানে উত্তীর্ণ হলে ডাক পাবেন ইন্টারভিউয়ের জন্য। সবার শেষে সার্বিক পারফরম্যান্স যাচাই করে যোগ্য প্রার্থী বেছে কর্মী পদে নিযুক্ত করা হবে।
আবেদন পদ্ধতি: উল্লেখ্য, এখনও পর্যন্ত নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়নি। অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে আবেদন পদ্ধতি এবং আরো যাবতীয় তথ্য জানা যাবে।
ভবিষ্যতে এই নিয়োগের আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারেন। সঙ্গে এখানে অন্যান্য বিভিন্ন চাকরির আপডেট সবার প্রথমে প্রদান করা হয়।
TELEGRAM CHANNEL: JOIN HERE
MORE JOB NEWS: CLICK HERE