চাকরি প্রার্থীদের জন্য এক সুবর্ণ সুযোগ। এবার ONGC তথা Oil And Natural Gas Corporation Limited এর তরফে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে একই সঙ্গে অসংখ্য শূন্যপদে নিয়োগ করা হবে। সবথেকে বড় কথা হলো, ন্যুনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় এখানে আপনারা আবেদন জানাতে পারবেন। বিস্তারিত বিবরন নিম্নরূপ, জানতে সঙ্গে থাকুন।
পদ – অ্যাপ্রেন্টিস
শূন্যপদের বিবরণ: সর্বমোট 2500 শূন্যপদে নিয়োগ করা হবে। সেক্ষেত্রে সেক্টর অনুযায়ী শূন্যপদ এর বিবরন নিম্নরূপ।
Western Sector – 732 টি শূন্যপদ
Eastern Sector – 593 টি শূন্যপদ
Mumbai Sector – 436 টি শূন্যপদ
Southern Sector – 378 টি শূন্যপদ
Central Sector 202 – টি শূন্যপদ
Northern Sector – 159 টি শূন্যপদ
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড তথা ক্ষেত্র থেকে ন্যুনতম মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। কিংবা সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটিআই / ডিগ্রি/ ডিপ্লোমা করা থাকলে আবেদন জানাতে পারবেন।
প্রার্থীর বয়সসীমা: 18-24 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন। সঙ্গে রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হবে।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করুন।
অনলাইন রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে নিজের বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি সঙ্গে রাখবেন।
নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট ক্যাটাগরি ইত্যাদি তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করুন।
সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
আবেদনের সময়সীমা: আগামী 20/09/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে অফিসিয়াল নোটিফিকেশন এবং অনলাইন আবেদন এর লিঙ্ক দেওয়া হয়েছে।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
APPLY ONLINE: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE JOB UPDATES: CLICK HERE
OUR TELEGRAM CHANNEL: JOIN HERE