25,000 টাকা বেতনে রাজ্যে মিউনিসিপ্যাল কর্পোরেশনে কর্মী নিয়োগ | WB Municipality Recruitment 2023

রাজ্যের পৌরসভা তথা মিউনিসিপ্যাল কর্পোরেশনে এর অধীনে নেওয়া হচ্ছে কর্মী। এখানে মূলত হেল্থ স্টাফ নিয়োগ করা হবে। রাজ্যের স্থায়ী বাসিন্দা হয়ে চাকরির খোঁজে থেকে থাকলে একদম সঠিক জায়গায় এসেছেন আপনি। নিয়োগের বিশেষ বিশেষত্ব হলো, এখানে কোনো রকম পরীক্ষা নেওয়া হচ্ছে না, শিক্ষাগত যোগ্যতা এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে সরাসরি করা হবে নিয়োগ।

WB Govt Job Recruitment 2023
আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন করুন। সেক্ষেত্রে আবেদনপত্র জমা করতে হবে।
1. নিচে আবেদনপত্রের ডাইরেক্ট লিঙ্ক দেওয়া হয়েছে, সেটি ডাউনলোড করে বের করে নিন।
2. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে ভালো করে পূরণ করে ফেলুন আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট টি।
3. নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দেবেন।
4. অবশ্যই একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিতে হবে এখানে।
5. রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন সঙ্গে একটি সিগনেচার করে দেবেন নিজের।
6. সবার শেষে এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
নিয়োগকারী সংস্থা: কলকাতা পৌরসভায় তথা মিউনিসিপ্যাল কর্পোরেশনে (KMC) এর অধীনে নেওয়া হচ্ছে কর্মী।
পদের নাম – স্টাফ নার্স
শূন্যপদ: 30
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত সংস্থা থেকে GNM কোর্স করে থাকতে হবে। কিংবা বিএসসি নার্সিং করে থাকলেও আবেদন যোগ্য আপনি।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 40 বছর। অর্থাৎ এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।
মাসিক বেতন: নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 25,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
কর্মী নিয়োগ প্রক্রিয়া: কোনো লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা তথা GNM কোর্স এর প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করে দেওয়া হবে।
সেক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন তথা এই GNM কিংবা বিএসসি নার্সিং এর প্রাপ্ত নম্বর এর ওপর রয়েছে 40 নম্বর এবং ইন্টারভিউয়ের ওপর রয়েছে 60 নম্বর। 
সবার শেষে প্রার্থীদের প্রাপ্ত সকল নম্বর এর ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করে নেওয়া হবে এবং যোগ্য প্রার্থী বেছে কর্মী পদে নিযুক্ত করা হবে।
আবেদনের সময়সীমা: আগামী 15/03/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হলো সেখানেই আবেদনপত্র পেয়ে যাবেন।


আবেদনপত্র পাঠানোর ঠিকানা: Chief Municipal Health Officer/Secretary, Kolkata City NUHM Society” Kolkata Municipal Corporation”, CMO Building, 5, S N Banerjee Road, Kolkata – 700013


OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORM: CLICK HERE

MORE JOB NEWS: CLICK HERE


OUR TELEGRAM CHANNEL: JOIN HERE

Leave a comment