25,000 টাকা বেতনে পশ্চিমবঙ্গে গ্রুপ সি DEO কর্মী নিয়োগ, যোগ্য রাজ্যের যেকেউ | WB Govt Jobs 2022-23

রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দুর্দান্ত এক নিয়োগের সুখবর। 2022 কে বিদায় জানিয়ে এবার 2023 তথা নতুন বছরকে স্বাগত জানানোর পালা। এমনিতেই ইংরেজি নববর্ষ তথা নিউ ইয়ার এর আনন্দ তার ওপর রাজ্য সরকার ইতিমধ্যে বেশ কয়েকটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন কিংবা এখনও করছেন যা রাজ্যের চাকরি প্রার্থীদের মনে অনেকটাই খুশির পারদ চড়াবে। 

WB Govt DEO Recruitment 2023
আজ আরো একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির আমরা। যেখানে মূলত ডেটা এন্ট্রি অপারেটর তথা গ্রুপ সি লেভেলে DEO কর্মী নিয়োগ হতে চলেছে। থাকছে মাসে উচ্চ বেতন, সঙ্গে আপনিও চাইলে করতে পারবেন আবেদন। আসুন বিস্তারিত খুঁটিনাটি জেনে নিই।
পদের নাম: রাজ্যের এই নতুন নিয়োগ (WB Govt Recruitment 2023) এর মধ্য দিয়ে গ্রুপ সি লেভেলের পদে নিয়োগ (WB Group-C Recruitment 2022-23) করা হচ্ছে কর্মী। সেক্ষেত্রে ডেটা এন্ট্রি অপারেটর তথা DEO পদে নেওয়া হবে কর্মী।
মাসিক বেতন: ভালো অঙ্কের টাকা বেতন হিসাবে দেওয়া হবে কর্মীদের। সেক্ষেত্রে নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 25,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন।
1. সবার প্রথমে একটি আবেদনপত্র তথা BIO DATA বানিয়ে ফেলুন নিয়োগের।
2. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্ম তথা আবেদনপত্র তথা BIO DATA পূরণ করুন।
3. নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি সকল প্রকার তথ্য দেবেন।
4. অবশ্যই নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেবেন এখানে।
5. একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করে একটি সিগনেচার করে দিতে পারেন।
6. সবার শেষে এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. সকল প্রকার শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
3. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
4. বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি
5. কাস্ট সার্টিফিকেট কিংবা কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
6. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
শিক্ষাগত যোগ্যতা: মূলত স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে। সেক্ষেত্রে বি.কম কিংবা সিএ তে ইন্টার করা প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে নিয়োগে।
প্রার্থীর বয়সসীমা: 01/12/2022 এর হিসাবে বয়স গণনা করা হচ্ছে। সেক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 40 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য।
আবেদনের সময়সীমা: আগামী 10 জানুয়ারি, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে ওপরের দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করুন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: To The Joint Managing Director (Admn), WBHIDCO at ‘HIDCO BHABAN’, Premises No.- 35-1111, Biswa Bangla Sarani, 3rd Rotary, New Town, Kolkata – 700156
OFFICIAL NOTIFICATION: CLICK HERE


OFFICIAL WEBSITE: CLICK HERE


MORE JOB NEWS: CLICK HERE


OUR TELEGRAM CHANNEL: JOIN HERE

Leave a comment