30000 টাকা বেতনে 500 শূন্যপদে Group-C কর্মী নিয়োগ শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে | Group C Recruitment 2022

বিরাট শূন্যপদে গ্রূপ-সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। আপনি যদি স্নাতক পাশ করার পর সরকারি চাকরির খোঁজে থাকেন তবে নিয়োগের খবরটি শুধু আপনার জন্য। BECIL এর পক্ষ থেকে সর্বোচ্চ মাসিক 30000 টাকা বেতনে নিয়োগ করা হবে কর্মী। গ্র্যাজুয়েট হওয়ার পাশাপাশি আপনার যদি কিছুটা কম্পিউটার চালানোর জ্ঞান থেকে থাকে তবে আপনি আবেদন করে নিতে পারবেন। রাজ্যের যেকোনো জেলা থেকে পুরুষ কিংবা মহিলা যেকেউ অনায়াসে আবেদন করতে পারবেন। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনি আবেদন করতে পারেন। আবেদনের খুঁটিনাটি নিচে দেওয়া হলো, দেখে নিতে পারেন।




becil recruitment 2022

নিয়োগকারী সংস্থা 

BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED (BECIL) এর তরফ থেকে নানান Group-C পদে কর্মী নিয়োগ করা হবে।



পদের নাম 

প্রধান 2 প্রকার পদে Group-C কর্মী নিয়োগ করা হবে। যথা- 
  1. ইনভেস্টিগেটর (Investigator)
  2. সুপারভিসরস (Supervisors)



শূন্যপদ 

2 প্রকার পদ থেকে সর্বমোট 500 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। যথা- 
  1. ইনভেস্টিগেটর (Investigator)- 350
  2. সুপারভিসরস (Supervisors)- 150


শিক্ষাগত যোগ্যতা 

2 টি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সমান। নিচে শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতার বিবরণ দেওয়া হলো- 
  • যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে আবেদনকারীকে স্নাতক তথা Graduation ডিগ্রি করে থাকতে হবে।
  • সঙ্গে কম্পিউটারে কাজ করার সাধারণ জ্ঞান থাকতে হবে।


বয়সসীমা 

2 টি পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে 50 বছরের নিচে।



বেতনক্রম 

2 টি পদের মাসিক বেতনক্রম নিবহে উল্লেখ করা হলো।
  • ইনভেস্টিগেটর (Investigator)- 24000 টাকা মাসে 
  • সুপারভিসরস (Supervisors)- 30000 টাকা মাসে।


নিয়োগ প্রক্রিয়া 

আবেদনকারীদের স্ক্রিনিং টেস্ট করার পর তাদের ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করে নিয়োগ করা হবে। 


আবেদন প্রক্রিয়া 

অনলাইন এ ইমেল এর মাধ্যমে আবেদনপত্র (Application Form) জমা করতে হবে। প্রথমে ভালো করে নিজের যাবতীয় তথ্যাদি আবেদনপত্রটি পূরণ করতে হবে এবং তারপর নির্দিষ্ট E-Mail ঠিকানায় আবেদনপত্রটি নির্দিষ্ট সময়ের আগে পাঠিয়ে দিতে হবে।



E-Mail ঠিকানা

যে ইমেল ঠিকানায় আবেদনপত্রটি পাঠাবেন সেটি হলো- projecthr@becil.com 




আবেদনের সময়সীমা 

ইমেলের মাধ্যমে আবেদন পত্র পাঠাতে পারবেন আগামী 25/01/2022 তারিখের মধ্যে।




Official Notification: Click Here


Application Form: Click Here


Official Website: www.becil.com

Leave a comment