31,000/- টাকা বেতনে রাজ্যে ইউনিভার্সিটিতে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ | University Recruitment 2023 West Bengal

চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশেষ এক নিয়োগের সুখবর। এবার পশ্চিমবঙ্গে এক ইউনিভার্সিটিতে জারি হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি। আপনার যারা ভালো পড়াশোনা করেছেন এবং যাদের শিক্ষাগত যোগ্যতা মোটামুটি ভালো এবং চাকরির খোঁজে রয়েছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। এখানে মাসিক উচ্চ বেতন প্রদান করা হবে কর্মীদের। সব থেকে বড় কথা হলো, প্রার্থীদের এখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিযুক্ত করে দেওয়া হবে। আরো বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন।

West Bengal Govt Jobs 2023
নিয়োগকারী সংস্থা ও পদ: পশ্চিমবঙ্গে কলকাতায় অবস্থিত যাদবপুর বিশ্ববিদ্যালয় তথা ইউনিভার্সিটিতে কর্মী নেওয়া হবে। মূলত জুনিয়র রিসার্চ ফেলো তথা JRF পদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: M.E. কিংবা M. Tech করে থাকতে হবে ইলেকট্রনিকস এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর ওপর। আরো অন্য যোগ্যতায় এখানে আবেদন জানাতে পারবেন। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন ফলো করুন।
মাসিক বেতন: নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 31,000/- টাকা থেকে শুরু হচ্ছে। সঙ্গে থাকছে HRA 24%। পরবর্তীতে 24 মাস পরে 35,000/- টাকা বেতন + HRA 24%।
কীভাবে আবেদন করবেন: আগের থেকে কোনো রকম আবেদন করার দরকার নেই। একেবারে সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করুন।
1. সেক্ষেত্রে সবার প্রথমে আপনাকে সংশ্লিষ্ট ইউনিভার্সিটি থেকে 50 টাকার বিনিময়ে একটি অ্যাপ্লিকেশন ফর্ম সংগ্রহ করতে হবে।
2. এটি নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে ভালো করে পূরণ করে ফেলতে হবে।
3. নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি সকল প্রকার তথ্য দিয়ে পূরণ করে ফেলুন।
4. নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেবেন সেক্ষেত্রে।
5. সব শেষে রঙিন পাসপোর্ট সাইজের ফটো জুড়ে একটি সিগনেচার করে সব যাবতীয় কিছু ডকুমেন্ট জেরক্স এবং সই করে এর সঙ্গে জুড়ে এগুলি সব একটি খামের ভেতর ভরে একেবারে ইন্টারভিউ কেন্দ্রে চলে আসতে হবে।
কর্মী নিয়োগ প্রক্রিয়া: ইন্টারভিউ কেন্দ্রে এসে ইন্টারভিউয়ের জন্য রিপোর্ট করার সঙ্গে সঙ্গে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন। সেখানে আপনাদের ভালো করে যাচাই করে নেওয়া হবে। সব শেষে যোগ্য প্রার্থী বেছে কর্মী পদে নিযুক্ত করা হবে।
ইন্টারভিউয়ের তারিখ ও সময়: আগামী 13/03/2023 তারিখে ইন্টারভিউ সংঘটিত হচ্ছে। সেক্ষেত্রে দুপুর 12 টা থেকে শুরু হবে ইন্টারভিউ।
ইন্টারভিউয়ের স্থান: Conference Room (2nd Floor), Department of Instrumentation and Electronics Engineering, Jadavpur University Salt Lake Campus, Block LB, Plot No. 8. Salt Lake City. Salt Lake Bypass, Kolkata-700106
OFFICIAL NOTIFICATION: CLICK HERE


OFFICIAL WEBSITE: CLICK HERE


MORE JOB NEWS: CLICK HERE


OUR TELEGRAM CHANNEL: JOIN HERE

Leave a comment