চাকরিপ্রার্থীদের জন্য এক বিশাল শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্যে। প্রায় 32000 শূন্যপদে প্রাথমিক এবং উচ্চপ্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ করা হবে বিভিন্ন বিষয়ে নানান শিক্ষক। ন্যুনতম উচ্চমাধ্যমিক যোগ্যতায় আবেদন করতে পারবেন। আপনি যদি সরকারি চাকরির খোঁজে থাকেন তবে এটি আপনার জন্য একটি অন্যতম নিয়োগের সুখবর। আপনি যদি ছাত্র-ছাত্রীদের পড়াতে ভালোবাসেন এবং শিক্ষকতার চাকরি করতে ইচ্ছুক তবে এতো বড়ো চাকরি হাতছাড়া করবেন না। রাজ্যের যেকোনো স্থান থেকে পুরুষ কিংবা মহিলা যেকেউ অনলাইনের মাধ্যমে আবেদন জমা করতে পারবেন। নিচে আবেদনের খুঁটিনাটি বিস্তারিত দেওয়া হলো, দেখে নিন।
নিয়োগকারী সংস্থা
রাজ্য শিক্ষা বিভাগের পক্ষ থেকে অসংখ্য শূন্যপদে প্রাথমিক (Primary) এবং উচ্চপ্রাথমিক (Upper Primary) শিক্ষক পদে নিয়োগ করা হবে।
পদের নাম ও শূন্যপদ
প্রাথমিক ও উচপ্রাথমিক শিক্ষক-শিক্ষিকা পদে যেসব বিভাগে নিয়োগ করা হবে এবং কত শূন্যপদে নিয়োগ করা হবে তার বিবরণ নিচে দেওয়া হলো। নিচে বিভিন্ন পদের নাম এবং তার ডানপাশে শূন্যপদের সংখ্যার বিবরণ দেওয়া হচ্ছে-
- Primary & Upper Primary Teacher Level 1 (Non TSP)- 11940
- Primary & Upper Primary Teacher Level 1 (TSP)- 3560
- Primary & Upper Primary Teacher Level 2 (Non TSP)- 13865
- Primary & Upper Primary Teacher Level 2 (TSP)- 2635
শিক্ষাগত যোগ্যতা
- আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পাশ করার পাশাপাশি D.El.Ed করা থাকতে হবে।
- অথবা, স্নাতক পাশ করার পাশাপাশি D.El.Ed করা থাকলেও চলবে।
- আবেদনকারীকে স্নাতক পাশ করার পাশাপাশি B.El.Ed/B.Ed করা থাকতে হবে।
বয়সসীমা
নিয়োগ প্রক্রিয়া
আবেদন প্রক্রিয়া
আবেদনে ফি
- General/OBC/EWS এর ক্ষেত্রে আবেদন ফি 100 টাকা।
- SC/ST?PWD এর ক্ষেত্রে আবেদন ফি 60 টাকা।