অনেক পড়াশোনা করে দীর্ঘ দিন যাবৎ ভালো কোনো চাকরির সন্ধানে রয়েছেন? কিংবা চাকরির আশায় থেকে থেকে বেকার সমস্যায় জর্জরিত? তবে একদম সঠিক জায়গায় এসেছেন। এবার রাজ্যে লাইব্রেরি তথা লাইব্রেরি ফাউন্ডেশন এ কর্মী নিয়োগ হতে চলেছে। এখানে মূলত গ্রুপ সি লেভেলের পদে নেওয়া হবে কর্মী। নিয়োগের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে, এখানে রাজ্যের বিভিন্ন জেলা প্রান্ত থেকে যেকেউ চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। দিনের পর দিন রাজ্যে বেড়েই চলেছে বেকার সমস্যা। এমন কঠিন পরিস্থিতিকে এরকম একটি দুর্দান্ত নিয়োগের সুবর্ণ সুযোগ হাতের মুঠোয় করে নিতে শীঘ্রই করুন আবেদন। নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে, দেখে নিন।
আবেদন পদ্ধতি: খুব সহজেই মূলত অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে দেওয়া ধাপগুলি অনুসরন করুন,
1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম সংগ্রহ করে নিন।
2. ফর্মের ডাইরেক্ট লিঙ্ক নিচে দেওয়া হলো, ডাউনলোড করে সেটি একটি সাদা A4 সাইজের পেপারে বের করে নিন।
3. তারপর নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে নিতে হবে আপনাকে।
4. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস , মোবাইল নম্বর এবং ইমেল আইডি ইত্যাদি তথ্য দেবেন।
5. নিজের একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করে একটি সিগনেচার করবেন এই ফর্মে।
6. সবার শেষে এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে আপনাকে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
3. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
4. একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি
5. সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
6. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
7. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
নিয়োগকারী সংস্থা ও পদের নাম: রাজ্যে বিশেষ লাইব্রেরি ফাউন্ডেশন তথা রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন এর তরফে জারি হয়েছে এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এর মধ্য দিয়ে গ্রুপ সি লেভেলের পদে নেওয়া হচ্ছে কর্মী। বিশেষত, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে নেওয়া হবে কর্মী।
শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদনের ক্ষেত্রে আপনাকে যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে ন্যুনতম স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। সঙ্গে পদ সম্পর্কিত আরও কিছু যোগ্যতা থাকা দরকার। অফিসিয়াল নোটিফিকেশন এ বিস্তারিত আলোচনা করা হয়েছে, দেখে নিতে পারবেন।
প্রার্থীর বয়সসীমা: নিয়োগে আবেদনের ক্ষেত্রে কোনো বাঁধা সীমা নেই বয়সের ক্ষেত্রে। প্রাপ্তবয়স্ক যেকেউ আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 30 বছর রাখা হয়েছে, অর্থাৎ এই বয়সের নিচে যেকেউ যোগ্য।
মাসিক বেতন: কর্মীদের মাসে উচ্চ হারে বেতন দেওয়া হবে এখানে। চাকরিতে নিযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 35,400/- টাকা থেকে শুরু হবে।
আবেদন পাঠানোর ঠিকানা:
To
The Director General
Raja Rammohun Roy Library Foundation
Block-DD-34, Sector-I, Salt Lake City
Kolkata 700064
আবেদনের সময়সীমা: আগামী 11 ডিসেম্বর, 2022 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে উপরে দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করুন।
নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হলো, ডাউনলোড করে এই নিয়োগ তথা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিন। সঙ্গে সেখানেই নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে।
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORM: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
OUR TELEGRAM CHANNEL: JOIN HERE