পশ্চিমবঙ্গে পৌরসভার তরফে জারি হলো কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। আপনারা যারা দীর্ঘ দিন ধরে চাকরির জন্য পড়াশোনা করে ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। একই সঙ্গে বেশ কয়েক ধরনের পদে এখানে কর্মী নিয়োগ করা হবে। সঙ্গে থাকছে মাসিক সুউচ্চ বেতন। তাই আপনারা যদি এই চাকরিতে আগ্রহী হয়ে থাকেন তবে আর দেরি না করে জেনে নিন এর বিস্তারিত খুঁটিনাটি, নিচে আলোচনা করা হয়েছে।
নিয়োগকারী সংস্থা: ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন তথা WBMSC এর তরফে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে রাজ্যে পৌরসভায় নেওয়া হবে কর্মী।
পদের নাম: পৌরসভার এই নিয়োগে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নেওয়া হবে কর্মী। সেক্ষেত্রে এর অধীনে রয়েছে,
সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)
সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)
সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিকাল)
শূন্যপদের সংখ্যা: সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) পদে নেওয়া হবে 67 জন কর্মী, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিকাল) পদে 10 জন করে মোট 20 জন কর্মী নেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা আলাদা। সেক্ষেত্রে সংশ্লিষ্ট পদে ডিপ্লোমা করা থাকলে এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন আপনি।
প্রার্থীর বয়সসীমা: নিয়োগে আবেদনের জন্য বয়সের ক্ষেত্রে তেমন কোনো বাঁধা সীমা নেই। বয়সের ঊর্ধ্ব সীমা 37 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।
মাসিক বেতন: পে লেভেল 12 অনুযায়ী বেতন প্রদান করা হবে। বেসিক পে 35,800/- টাকার কাছাকাছি। সেক্ষেত্রে সব মিলিয়ে বেতন মোটামুটি 40,000/- টাকা থেকে শুরু হতে পারে।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। নিচে দেওয়া বিস্তারিত আবেদন পদ্ধতি অনুসরণ করুন।
1. নিয়োগের অফিসিয়াল অনলাইন আবেদন এর লিংকে ক্লিক করুন এবং নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করুন।
2. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য সঙ্গে রাখবেন।
3. অবশ্যই মনে করে একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি সঙ্গে রাখবেন আবেদনের ক্ষেত্রে।
4. নিজের যাবতীয় কিছু ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি এক এক করে আপলোড করতে হবে যখন বলবে।
5. সব শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
আবেদনের সময়সীমা: আগামী 30 এপ্রিল, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে প্রতিটি পদ অনুযায়ী নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হয়েছে।
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
OUR TELEGRAM CHANNEL: JOIN HERE