36000 টাকা বেতনে ইন্ডিয়ান ব্যাংকে সরাসরি প্রচুর গ্রুপ-সি কর্মী নিয়োগ | Indian Bank Recruitment 2022

রাজ্যের সমগ্র সরকারি চাকরি প্রার্থীদের জন্য খুব ভালো একটি নিয়োগের সুখবর। এবার রাজ্য তথা সমগ্র দেশের এক অন্যতম স্বনামধন্য ব্যাংক তথা ইন্ডিয়ান ব্যাংক এর তরফ থেকে অসংখ্য শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেলো। রাজ্যের যেকোনো জেলা প্রান্ত থেকে পুরুষ কিংবা মহিলা যেকেউ এখানে সমানভাবে চাকরির জন্য আবেদন করার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। ইন্ডিয়ান ব্যাংক নিয়োগ (Indian Bank Recruitment 2022) এ মূলত অসংখ্য শূন্যপদে গ্রুপ সি কর্মী নেওয়া হচ্ছে। সরকারি চাকরির এই মন্দার বাজারে যদি এমন একটি দুর্দান্ত চাকরি হাতের মুঠোয় করে নিতে চান তবে আর দেরি না করে এখনি আবেদনের নিন আবেদনের বিস্তারিত খুঁটিনাটি এবং করে ফেলুন চাকরির জন্য আবেদন।

Indian Bank Recruitment 2022

নিয়োগকারী সংস্থা:
রাজ্য তথা গোটা দেশের অন্যতম ব্যাংক অর্থাৎ ইন্ডিয়ান ব্যাংক (Indian Bank) এর তরফ থেকে এই নিয়োগ সংঘটিত হচ্ছে।
পদের নাম:
ইন্ডিয়ান ব্যাংকের এই চাকরি (Indian Bank Job 2022) তে প্রধানত বিভিন্ন ধরনের গ্রুপ সি বিভাগে কর্মী নিয়োগ করা হচ্ছে। 
মাসিক বেতন:
প্রার্থীদের ব্যাংক কর্মী হিসাবে নিয়োগ করার পর মাসে উচ্চ হারে বেতন প্রদান করা হবে। চাকরিতে জয়েন হওয়ার সঙ্গে সঙ্গে কর্মীদের মাসে 36,000/- টাকা বেতন দেওয়া হবে। এর সঙ্গে পে কমিশন যুক্ত করে বেতন আরো বাড়বে।
কীভাবে আবেদন করবেন:
ইন্ডিয়ান ব্যাংকের গ্রুপ সি নিয়োগ (Indian Bank Group-C Recruitment 2022) এ নিম্নলিখিত কয়েকটি ধাপে আবেদন করতে পারবেন।
1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন এর লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এর ডাইরেক্ট লিঙ্ক নিচে দেওয়া হয়েছে।
2. আপনি যদি নিজের অ্যান্ড্রয়েড মোবাইল এর মাধ্যমে আবেদন করতে চান, তবে রেজিস্ট্রেশন এর লিংকে যাওয়ার পর আপনাকে Google Chrome Browser এ ওপরের তিনটি ডট এ ক্লিক করার পর নিচে Dekstop Site সিলেক্ট করে নিতে হবে। সঙ্গে নিজের মোবাইল টি Portrait তথা Rotate করে নিন এই অপশন এ ক্লিক করে। তাহলেই মোবাইল এ রেজিস্ট্রেশন এর পেজটি খুলবে।
3. যাইহোক এবার আপনার নাম লিখতে হবে। এখানে First Name, Middle Name, Last Name লেখার পর এগুলি কনফার্ম করে দেবেন।
4. তারপর আপনাকে আপনার একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে এগুলো কনফার্ম করে নিতে হবে।
5. এবার Save and Next এ ক্লিক করুন। আপনাকে একটি Registration Number এবং Password পাঠিয়ে দেওয়া হবে আপনার মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে। 
6. এগুলি তথ্য দিয়ে লগইন এর পেজ এ গিয়ে লগইন করে নিন। এবং অনলাইন ফর্মটি পূরণ করে নিন।
7. আরও কিছু তথ্য দিতে হবে আপনাকে এখানে। যেমন, বাবা অথবা স্বামীর নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার এবং ঠিকানা সঙ্গে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে দেবেন।
8. এরপর আবেদনের ফি জমা করার পর সাবমিট বাটনে ক্লিক করে দিন সবার শেষে। আপনার আবেদনের কাজ সম্পন্ন হবে।
কী কী ডকুমেন্ট প্রয়োজন:
ইন্ডিয়ান ব্যাংকের চাকরিতে যেসব ডকুমেন্ট প্রয়োজন,
1. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বয়সের প্রমাণপত্র হিসেবে
2. নিজের ভোটার কার্ড কিংবা আঁধার কার্ড বাসিন্দার প্রমাণপত্র হিসেবে
3. সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট যেমন,
4. মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট
5. উচ্চমাধ্যমিক এর মার্কশিট এবং সার্টিফিকেট
6. স্নাতক পাশের সার্টিফিকেট
7. নিজের কোনো কাস্ট সার্টিফিকেট যদি থাকে
8. নিজের কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
9. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো
10. নিজের একটি সিগনেচার
কর্মী নিয়োগ প্রক্রিয়া:
এখানে ব্যাংক কর্মী নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা নেওয়া হবে কিনা সে সম্পর্কে কিছু বলা হয়নি সরাসরি। যদি আবেদনের সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে ব্যাংক কর্তৃক একটি লিখিত পরীক্ষা তথা অনলাইন টেস্ট এর আয়োজন করা হতে পারে। নাহলে নিয়োগ হবে একদম সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে।
1. প্রার্থীদের আবেদন জমা পড়ার সেগুলি শর্ট লিস্টিং করে বাছাই করে নেওয়া হবে যদি সরাসরি নিয়োগ করা হয়।
2. অন্যদিকে পরীক্ষা হলে প্রার্থীদের সবার প্রথমে ডাকা হবে একটি লিখিত পরীক্ষার জন্য।
3. এখানে পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের ডাকা হবে পরবর্তী ধাপ তথা ইন্টারভিউয়ের এর জন্য।
4. ইন্টারভিউয়ে প্রার্থীদের পার্সোনালিটি টেস্ট করে নেওয়া হবে কিছু সাধারণ প্রশ্ন করণের মধ্য দিয়ে।
5. এরপর প্রার্থীদের নম্বর প্রদান করা হবে এবং এই নম্বরের ভিত্তিতে তৈরি করা হবে একটি মেরিট লিস্ট তথা মেধা তালিকা।
6. সবার শেষে এই মেরিট লিস্ট অনুযায়ী প্রার্থীদের ডেকে সরাসরি কর্মী পদে নিয়োগ করে দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা:
ইন্ডিয়ান ব্যাংকের চাকরিতে আবেদন করতে চাইলে আপনাকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করার পাশাপাশি স্নাতক ডিগ্রি ধারণ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা:
এখানে আবেদনের ক্ষেত্রে আপনার ন্যূনতম বয়স হতে হবে 20 বছর এবং সর্বোচ্চ 40 বছরের মধ্যে যেকেউ সমানভাবে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
এক্ষেত্রে রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। SC/ST/PWD প্রার্থীদের বয়সে 5 বছরের এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে।
শূন্যপদ সংখ্যা:
ব্যাংকের তরফ থেকে আপাতত 312 টি শূন্যপদে কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি বেরিয়েছে। আবেদন চলাকালীন এই শূন্যপদ সংখ্যা বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
আবেদনের সময়সীমা:
আগামী 14/06/2022 তারিখের মধ্যে আপনি অনলাইনের মাধ্যমে এই ইন্ডিয়ান ব্যাংকের নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।
নিচে নিয়োগ তথা আবেদন এর অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হলো, ডাউনলোড করে এই নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত কিছু জানার থাকলে জেনে নেবেন। সঙ্গে আবেদনের ডাইরেক্ট লিঙ্ক দেওয়া হলো।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE


APPLY ONLINE: REGISTRATION / LOGIN


OFFICIAL WEBSITE: CLICK HERE


MORE GOVT JOB NEWS: CLICK HERE 

Leave a comment