এক বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো রেল বিভাগের পক্ষ থেকে। আপনি যদি একজন সরকারি চাকরি প্রার্থী হয়ে থাকেন এবং চাকরির খোঁজে খোঁজে দিশেহারা হয়ে বেকার সমস্যায় জর্জরিত তবে আপনার জন্য রয়েছে এক দুর্দান্ত সুযোগ সরকারি চাকরি হাতের মুঠোয় করে নেওয়ার। রাজ্যজুড়ে বিরাট সংখ্যক শূন্যপদে রেল বিভাগে মূলত গ্রুপ সি এবং গ্রুপ দী কর্মী নিয়োগ করা হচ্ছে। আপনি রাজ্যের যেকোনো জেলার বাসিন্দা হন না কেন, এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সব থেকে বড় কথা হলো, শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় রাজ্যের পুরুষ কিংবা মহিলা সবাই এখানে সমানভাবে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন এবং নিয়োগের ক্ষেত্রে হবে না কোনো রকম পরীক্ষা কিংবা ইন্টারভিউ। প্রার্থীদের মেরিট এর ভিত্তিতে সরাসরি নিয়োগ দেওয়া হবে এখানে।
নিয়োগকারী সংস্থা:
ভারতীয় রেল নিয়োগ (Indian Railway Recruitment 2022) এর পক্ষ থেকে রাজ্যের।জেলায় জেলায় এই নিয়োগ সংঘটিত হচ্ছে। জেলার প্রতিটি জেলার রেল বিভাগে এই নিয়োগ করা হবে।
পদের নাম:
এই রেল নিয়োগে মূলত 2 প্রকার প্রধান পদে কর্মী নেওয়া হবে। যথা, গ্রুপ সি কর্মী নিয়োগ (Railway Group-C Recruitment 2022) এবং গ্রুপ ডি কর্মী নিয়োগ (Railway Group-D Recruitment 2022)। এই পদের অধীনে নির্দিষ্ট যেসব পদে কর্মী নিয়োগ করা হবে,
1. Stenographer
2. Machinist
3.Turner
4. Fitter
5. Electrician
6. Electronic Mechanic
7. Wireman
8. Refridgerator (AC – Mechanic)
9. Pipe Fitter
10. Plumber
11. Draftsman (Civil)
12. PASSA
13. Welder
14. Carpenter
15. Painter
16. Diesel Mechanic
17. Mechanic Motor Vehicle
শিক্ষাগত যোগ্যতা:
আপনি যদি রেল বিভাগের এই নিয়োগে আবেদন জানাতে চান তবে আপনাকে যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে উচ্চ শিক্ষিত চাকরি প্রার্থীরাও সমানভাবে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
কীভাবে আবেদন করবেন?
নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে অনলাইনের মাধ্যমে খুব সহজেই আপনি এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
1. নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে সবার প্রথমে রেজিস্ট্রেশন এর লিংকে ক্লিক করুন। এর ডাইরেক্ট লিঙ্ক নিচে দেওয়া আছে।
2. তারপর নিজের যাবতীয় সকল গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করে ফেলুন।
3. আপনার সামনে একটি নতুন পেজ খুলবে। সেখানে প্রথমে নিজের রাজ্য সিলেক্ট করুন। নিজের নাম এবং বাবা অথবা স্বামীর নাম দিন।
4. তারপর নিচে জেন্ডার এবং কাস্ট সিলেক্ট করুন। নিজের মোবাইল নম্বর এবং ইমেল আইডি প্রদান করুন। সঙ্গে জন্মতারিখ দিয়ে দিন।
5. আরও কিছু তথ্য দেওয়ার পর আপনার মোবাইল নম্বর এবং ইমেল আইডি তে একটি রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড পাঠানো হবে।
6. এগুলি দিয়ে লগইন এর পেজে গিয়ে লগইন করবেন। নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার আপলোড করবেন।
7. আপনার শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা ইত্যাদি তথ্য দিয়ে দিতে হবে। তারপর আবেদন ফি জমা করে দিন।
8. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আপনার আবেদনের কাজ সম্পন্ন করে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
রেল বিভাগের নিয়োগ (Railway Recruitment 2022) এ আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট বয়সের প্রমাণপত্র হিসেবে
2. মাধ্যমিকের মার্কশিট
3. মাধ্যমিকের সার্টিফিকেট
4. নিজের ভোটার কার্ড কিংবা আঁধার কার্ড বাসিন্দার প্রমাণপত্র হিসেবে
5. নিজের একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
6. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
7. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
কর্মী নিয়োগ প্রক্রিয়া:
রেলের এই গ্রুপ সি, ডি কর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো পরীক্ষা কিংবা ইন্টারভিউ নেওয়া হবে হবে। নিয়োগ হবে একদম সরাসরি।
1. প্রার্থীদের আবেদন জমা পড়ার পর সেগুলি প্রথমে শর্ট লিস্টিং এর মাধ্যমে বাছাই করে নেওয়া হবে।
2. এই শর্ট লিস্টিং করা হবে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স এর ওপর ভিত্তি করে।
3. এরপর অফিসিয়াল ওয়েবসাইট এ শর্ট লিস্টিং এ সিলেক্টেড প্রার্থীদের একটি লিস্ট প্রকাশ করে দেওয়া হবে।
4. প্রার্থীদের তারপর ডাকা হবে সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন এর জন্য।
5. এই ডকুমেন্ট ভেরিফিকেশন এর পর প্রার্থীদের নিয়ে একটি নিয়োগের প্যানেল জারি করা হবে।
6. সবার শেষে এই প্যানেল ধরেই প্রার্থীদের একে একে কর্মী পদে নিযুক্ত করা হবে।
আবেদন ফি:
আবেদনের ক্ষেত্রে আপনাকে 100 টাকা আবেদন ফি হিসেবে জমা করতে হবে।
সেক্ষেত্রে SC/ST/PWD/WOMEN প্রার্থীদের কোনো রকম আবেদন ফি জমা দিতে হবে না।
আবেদনের সময়সীমা:
আগামী 27/06/2022 তারিখের মধ্যে আপনি এখানে আবেদন করতে পারবেন।
নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হলো, ডাউনলোড করে এই নিয়োগ তথা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। সঙ্গে আবেদনের লিঙ্ক দেওয়া হয়েছে, শীঘ্রই আবেদন করে ফেলুন।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
DIRECT REGISTRATION: CLICK HERE
DIRECT LOGIN: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
আপনি যদি ভবিষ্যতে চাকরি ও নিয়োগের এরকম আরো নতুন নতুন আপডেট পেতে চান তবে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE