চাকরি প্রার্থীদের জন্য এক দুর্দান্ত নিয়োগের সুখবর। ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো কোনো চাকরির খোঁজে থেকে থাকলে একদম সঠিক জায়গায় এসেছেন আপনি। এবার একই সঙ্গে অসংখ্য টিচিং এবং নন টিচিং কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেক্ষেত্রে চার হাজার এরও বেশি শূন্যপদে নেওয়া হবে কর্মী। ন্যুনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় এমন দুর্দান্ত নিয়োগের সুবর্ণ সুযোগ হাতছাড়া না করতে এখনি জেনে নিন এর বিস্তারিত খুঁটিনাটি।
পদের নাম: প্রধান 5 ধরনের পদ রয়েছে। এর মধ্যে দুটি হলো টিচিং পদ এবং তিনটি হলো নন টিচিং পদ।
টিচিং পদ গুলি হলো –
প্রিন্সিপাল
পিজিটি
নন টিচিং পদ গুলি হলো –
অ্যাকাউন্ট্যান্ট
জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট
ল্যাব অ্যাটেনডেন্ট
মোট শূন্যপদ: উপরের সব পদ মিলিয়ে 4,062 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। পদ অনুযায়ী শূন্যপদের বিবরন হলো –
প্রিন্সিপাল -303
পিজিটি – 2266
অ্যাকাউন্ট্যান্ট – 361
জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট -759
ল্যাব অ্যাটেনডেন্ট -373
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা: প্রতিটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা আলাদা। পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা এর বিবরন নিম্নরূপ।
পদ – JSA
শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট তথা JSA পদে আবেদন এর জন্য উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে কম্পিউটারের টাইপিং দক্ষতা থাকা দরকার।
পদ – ল্যাব অ্যাটেনডেন্ট
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে মাধ্যমিক পাশ। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেট/ ডিপ্লোমা করে থাকতে হবে।
অথবা, উচ্চমাধ্যমিক পাশ করে থাকলেও আবেদন জানাতে পারেন। এক্ষেত্রে বিজ্ঞান শাখার ওপর উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন জানাতে পারবেন।
পদ – অ্যাকাউন্ট্যান্ট
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক পাশ করে থাকতে হবে। সেক্ষেত্রে যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে কমার্সের ওপর ডিগ্রি পাস করে থাকলে আবেদন জানাতে পারেন।
প্রার্থীর বয়সসীমা: তিন ধরনের নন টিচিং পদের জন্য প্রার্থীর বয়সসীমা সমান। এক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 30 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।
পদ – প্রিন্সিপাল/ পিজিটি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে মাস্টার্স তথা স্নাতকোত্তর পাশ করে থাকতে হবে। সঙ্গে বি.এড. ডিগ্রি থাকা দরকার।
প্রার্থীর বয়সসীমা: প্রিন্সিপাল পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা 50 বছর এবং পিজিটি পদের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা 40 বছর।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। শেখেরে নিচে দেওয়া নিয়োগের অনলাইন আবেদন এর লিংকে ক্লিক করুন।
নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করে নিতে হবে। এক্ষেত্রে বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর সঙ্গে রাখবেন।
সঙ্গে নিজের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, অভিভাবকের নাম ইত্যাদি দিন।
সবশেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদনের কাজ সম্পন্ন করে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
আবেদনের সময়সীমা: আগামী 31 জুলাই, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এবং অনলাইন আবেদন এর লিঙ্ক দেওয়া হয়েছে।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
APPLY ONLINE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
OUR TELEGRAM CHANNEL: JOIN HERE