পশ্চিমবঙ্গের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিরাট বড়ো নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেলো। আপনি যদি মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক পাশ করার পর সরকারি চাকরির খোঁজে থেকে থাকেন তবে একদম সঠিক জায়গায় এসেছেন। রাজ্যে মাল্টি টাস্কিং স্টাফ এবং অন্যান্য গ্রূপ-সি পদে অঢেল কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো জেলা থেকে পুরুষ কিংবা মহিলা যেকেউ অনায়াসে চাকরির জন্য আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে নিতে হবে। আপনি যদি এই দুর্দান্ত চাকরি করতে ইচ্ছুক হয়ে থাকেন, তবে নিচে বিস্তারিত দেওয়া হচ্ছে, দেখে নিতে পারেন।
নিয়োগকারী সংস্থা
ESIC তথা EMPLOYEES’ STATE INSURANCE CORPORATION এর পক্ষ থেকে নানান অসংখ্য Group-C কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম
মূলত প্রধান 3 প্রকার পদে কর্মী নিয়োগ করা হবে। যথা-
- Upper Division Clerk (UDC)
- Stenographer (Steno.)
- Multi-Tasking Staff (MTS)
শূন্যপদের সংখ্যা
ESIC এর এই নিয়োগ সারা ভারত জুড়ে বিভিন্ন রাজ্যে করা হবে। সারা দেশে মোট 4315 টি শূন্যপদে বিভিন্ন Group-C পদে কর্মী নিয়োগ করা হবে। তবে এখানে মূলত পশ্চিমবঙ্গের শূন্যপদের বিবরণ নিয়ে আলোচনা করা হলো। নিচে পদ অনুযায়ী শূন্যপদের বিবরণগুলি প্রধানত পদের ডানপাশে দেওয়া হলো-
- Upper Division Clerk (UDC)– 113
- Stenographer (Steno.)- 04
- Multi-Tasking Staff (MTS)- 203
শিক্ষাগত যোগ্যতা
- Upper Division Clerk (UDC): যেকেনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক পাশ করতে হবে সঙ্গে কম্পিউটারে বিশেষ জ্ঞান থাকতে হবে। MS Office এর কাজ সম্পর্কে জ্ঞান থাকা বাধ্যতামূলক।
- Stenographer (Steno.): যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করার সঙ্গে সঙ্গে কম্পিউটার টাইপিং এ বিশেষ দক্ষতা থাকতে হবে।
- Multi-Tasking Staff (MTS): যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করলেই চলবে।
বয়সসীমা
- UDC & Steno: এসব পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে 18-27 বছরের মধ্যে।
- MTS: আবেদনকারীর বয়স হতে হবে 18-25 বছরের মধ্যে।
বেতনক্রম
- UDC & Steno: 25500-81100 টাকা মাসে।
- MTS: 18000-56900 টাকা মাসে।
আবেদন প্রক্রিয়া
মূলত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীকে নিজের যাবতীয় বিভিন্ন তথ্যাদি দিয়ে নির্দিষ্ট দিনের মধ্যে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা
অনলাইনের মাধ্যমে আবেদন করতে আগামী 15/02/2022 তারিখের মধ্যে।
Official Notification: Click Here
Apply online: Click Here
Official Website: esic.nic.in