4370 শূন্যপদে সরকারি গ্রুপ- B, C কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বেতন 35,000/- টাকা | Govt Job Recruitment 2023

সমস্ত সরকারি চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিরাট নিয়োগের সুখবর। এবার একই সঙ্গে সরকারি গ্রুপ সি, বি লেভেলের পদে নেওয়া হবে কর্মী। সেক্ষেত্রে ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টার এর তরফে জারি হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি। আপনারা যারা অনেক পড়াশোনা করার পর দীর্ঘদিন যাবৎ ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। এখানে দুই ভাবে নিয়োগ করা হবে। একটি ডাইরেক্ট রিক্রুটমেন্ট এবং আরেকটি হলো ট্রেনিং স্কীম। নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

Govt Job 2023


ডাইরেক্ট রিক্রুটমেন্ট: এখানে একই সঙ্গে তিন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে গ্রুপ A, B ও C লেভেলের পদে কর্মী নিয়োগ করা হবে।
পদ- টেকনিক্যাল অফিসার
মোট শূন্যপদ – 181
বয়সসীমা – 18-35 বছর
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে এখানে আবেদন জানাতে গেলে।
মাসিক বেতন – লেভেল 10 অনুযায়ী নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন 56,100/- টাকা থেকে শুরু হচ্ছে।
পদ – সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট 
শূন্যপদ – 07
বয়সসীমা – 18-30 বছর
শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদন জানাতে গেলে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক তথা ডিগ্রি পাস করে থাকতে হবে আপনাকে।
মাসিক বেতন: লেভেল -6 অনুযায়ী নিয়োগের পর পর কর্মী মাসিক গড় বেতন 35,400/- টাকা থেকে শুরু হচ্ছে।
পদ – টেকনিশিয়ান
শূন্যপদ – 24
বয়সসীমা – 18-25 বছর
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ করে থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে।
মাসিক বেতন: লেভেল 3 অনুযায়ী নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন 21,700/- টাকা থেকে শুরু হচ্ছে।
ট্রেনিং স্কীম: এর অধীনে দুই ধরনের ক্যাটাগরিতে নিয়োগ করা হবে। নিচে এগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

পদ – ক্যাটাগরি – I
শূন্যপদ – 1216
বয়সসীমা – 19-24 বছর
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি কিংবা ডিপ্লোমা করে থাকতে হবে যদি এখানে আপনি আবেদন জানাতে চান।
মাসিক বেতন: মাসিক বেতন বা স্টাইপেন্ড প্রথম এক বছরের জন্য 24,000/- টাকা। পরের বছরের জন্য 26,000/- টাকা।
পদ – ক্যাটাগরি – II
শূন্যপদ – 2946
বয়সসীমা – 18-22 বছর
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি কিংবা HSC কমপ্লিট করে থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষ যোগ্যতা তথা অভিজ্ঞতা থাকা দরকার।
মাসিক বেতন: এক্ষেত্রেও মাসিক বেতন তথা স্টাইপেন্ড প্রথম এক বছরের জন্য 20,000/- টাকা। পরের বছরের জন্য 22,000/- টাকা।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে নিয়োগের অনলাইন আবেদন এর ডাইরেক্ট লিঙ্ক দেওয়া হয়েছে। সেখানে ক্লিক করে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করে নিন।
আবেদনের সময়সীমা: আগামী 22/05/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন সঙ্গে অনলাইনের আবেদনের লিঙ্ক দেওয়া হয়েছে।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE


APPLY ONLINE: CLICK HERE

MORE JOB NEWS: CLICK HERE


OUR TELEGRAM CHANNEL: JOIN HERE

Leave a comment