49,500 শূন্যপদে মাধ্যমিক পাশে রেলে বিভিন্ন গ্রুপ সি, ডি কর্মী নিয়োগ | Railway 10 Pass Group C, D Recruitment

আপনি কি একজন চাকরি প্রার্থী? সুদীর্ঘ দিন ধরে ভালো কোনো চাকরির খোঁজ করছেন? আপনি কি রেল বিভাগের চাকরিতে আগ্রহী? তবে একদম সঠিক জায়গায় এসেছেন আপনি। এবার রেল বিভাগের তরফে একই সঙ্গে অঢেল পরিমাণ শূন্যপদে নেওয়া হবে কর্মী। সেক্ষেত্রে গ্রুপ সি, ডি লেভেলের পদে কর্মী নিয়োগ করা হবে। একই সঙ্গে 49,500 এরও বেশি শূন্যপদ পূরণ করে হবে এই নিয়োগের মধ্য দিয়ে।

Railway 10 Pass Recruitment
নিয়োগকারী সংস্থা: ভারতীয় রেলওয়ে এর তরফে এই সুবিশাল নিয়োগের আয়োজন করা হচ্ছে। এখানে বিভিন্ন জেলা প্রান্ত থেকে যেকেউ আবেদন জানাতে পারবেন।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইন আবেদনের লিংকে ক্লিক করুন।
1. নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করুন। 
2. অনলাইন রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেবেন।
3. নিজের নাম, বয়স, জেন্ডার, শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা, ক্যাটাগরি ইত্যাদি তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করুন।
4. যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঙ্গে রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি আপলোড করে দিন।
5. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
পদের নাম: রেলের এই নিয়োগে মূলত গ্রুপ সি, ডি লেভেলের পদে কর্মী নিয়োগ করা হবে। নিচে পদ গুলির নাম উল্লেখ করা হয়েছে।
গ্রুপ সি পদ: গ্রুপ সি লেভেলের অধীনে যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হলো,
ক্লার্ক
জুনিয়র ইঞ্জিনিয়ার
টিকিট কালেক্টর
স্টেশন মাস্টার
গ্রুপ ডি পদ: গ্রুপ ডি লেভেলের অধীনে যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হলো,
হেল্পার
পোর্টার
ট্র্যাক মেইন্টেইনার
গেটম্যান
মোট শূন্যপদ: একই সঙ্গে অঢেল পরিমাণ শূন্যপদে নেওয়া হবে কর্মী। সেক্ষেত্রে সব মিলিয়ে সাড়ে 49 হাজারেরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম মাধ্যমিক করে থাকলেই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
প্রার্থীর বয়সসীমা: রেলের এই নিয়োগে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর ন্যুনতম বয়স হলো 18 বছর। অর্থাৎ, এই বয়সের ওপরে যেকেউ আবেদন যোগ্য।

খুব শীঘ্রই নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ পাবে যেখানে নিয়োগের অনলাইন আবেদনের লিংক এবং আরো যাবতীয় তথ্য দেওয়া থাকবে। নিয়োগের সমস্ত রকম আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই যুক্ত থাকুন।
OUR TELEGRAM CHANNEL: JOIN HERE 


MORE JOB UPDATES: CLICK HERE 

Leave a comment