5 টি উপায়ে মোবাইলে ঘরে বসেই অনলাইনে কাজ করে ইনকাম 40-50 হাজার টাকা | Money Earning Online 2023

হ্যাঁ, আপনি একদম ঠিকই কথা শুনেছেন। এবার আপনার কাছে হাতে একটি মোবাইল থাকলেই কেল্লাফতে। আপনার আর আলাদা করে বাইরে কাজ খোঁজার দরকার নেই। ঘরে বসেই এবার মোবাইল এর সাহায্যে অনলাইনের মাধ্যমে মোট অঙ্কের টাকা ইনকাম করুন আপনিও।

Money Earning Online
প্রযুক্তি দিনের পর দিন উন্নত থেকে আরো উন্নততর হয়ে উঠেছে। আজ থেকে কিছু বছর আগেও এদেশে মানুষের পরিবার তথা ফ্যামিলি পিছু একটি মোবাইল ফোন ছিল না। কিন্তু এখন পরিবারের প্রতিটি সদস্য পিছু একটি করে মোবাইল থাকে, সেও আবার অ্যান্ড্রয়েড ফোন। অনেকেই আছেন যারা মোবাইল ব্যবহার করেন শুধু বিনোদনের জন্য। 
আরেক দিকে আবার অনেকেই আছেন যারা এই বিনোদনের পাশাপাশি শুধু মোবাইলের সাহায্যেই অনেক টাকা উপার্জন করছেন তাও আবার ঘরে বসেই। তাই আপনিও যদি মোবাইল এর সাহায্যেই ঘরে বসেই অনলাইনের মাধ্যমে টাকা উপার্জন করতে চান তবে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন।
অনলাইনে অনেক পদ্ধতি তথা উপায় রয়েছে যেখান থেকে আপনি টাকা উপার্জন করতে পারবেন। সেক্ষেত্রে নিচে গুরুত্বপূর্ণ 5 টি উপায় আলোচনা করা হয়েছে, যার সাহায্যে আপনি অনলাইনের মাধ্যমে ভালো অঙ্কের টাকা উপার্জন করতে পারবেন।
1. ইউটিউব (YouTube): অনলাইনের মাধ্যমে টাকা উপার্জন করার যত উপায় রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় এবং উল্লেখযোগ্য একটি হলো ইউটিউব (YouTube)। এর সব থেকে বড় কারন হলো, এই ইউটিউব সম্পর্কে বর্তমানে সবাই অবগত। 
হাতে মোবাইল থাকবে আর মানুষ ইউটিউবে ভিডিও দেখবে না তা বর্তমানে ভাবাই প্রায় অসম্ভব। একটা সময় ছিল যখন ইন্টারনেট পরিষেবা ততটা ভালো ছিলো না। 2G/3G স্পীড এর ইন্টারনেট পরিষেবা কিনতেই মানুষকে হিমশিম খেতে হতো। কিন্তু জিও পরিষেবা চালু হওয়ার পর এখন প্রত্যেকেই ইউটিউবে ভিডিও দেখে।
কিন্তু কীভাবে ইউটিউব থেকে টাকা উপার্জন করবেন (How to earn money from YouTube)? এর জন্য আপনাকে ইউটিউবে সবার প্রথমে একটি চ্যানেল খুলতে হবে। আপনি যে বিষয়ে দক্ষ সেই বিষয়ের ওপর ইউটিউবে ভিডিও বানাতে পারেন। কিছু শর্ত পূরণ করার পর আপনার ইউটিউব চ্যানেলে অ্যাড দেখানো হবে। এবং সেখান থেকেই আপনি টাকা উপার্জন করতে পারবেন।
2. ফেসবুক (Facebook): বর্তমান যুগে ফেসবুক এর জনপ্রিয়তা যে কতটা তা আর বলার অপেক্ষা রাখেনা। অবশ্য ইউটিউব যখন চালানো শুরু করেনি মানুষ তার আগের থেকেই ফেসবুক চালানো শুরু করে দিয়েছিল তারা। এমনকি এখনও একটি মোবাইল কেনার পর সবার প্রথমে প্রত্যেকেই একটি ফেসবুক একাউন্ট খুলে। 
শুধু ফেসবুক থেকেই যে কত গুলি উপায়ে টাকা উপার্জন করা যায় (Way to earn money from Facebook) , তা আর বলে শেষ করা যাবে না। যেমন, একটি ফেসবুক একাউন্ট খোলার পর একটি পেজ বানিয়ে নির্দিষ্ট লাইক ও ফলোয়ার বানিয়ে ফেললে আপনার পেজে অ্যাড দেখানো হবে, সেখান থেকে আপনি টাকা উপার্জন করতে পারবেন।
সঙ্গে ফেসবুক এফিলিয়েট মার্কেটিং এর জন্যও বিখ্যাত। পাশাপাশি এখানে ভালো জনপ্রিয়তা অর্জন করতে পারলে আপনি অ্যাড স্পনসরশীপ করেও টাকা উপার্জন করতে পারবেন।
3. ইনস্টাগ্রাম (Instagram): ফেসবুক এর পাশাপাশি এখন ইনস্টাগ্রামও বেশ জনপ্রিয়তা লাভ করে নিয়েছে। এমন অনেকেই আছেন যারা ফেসবুক, WhatsApp এর থেকে এই ইনস্টাগ্রাম (Instagram) দিন বেশি ব্যবহার করে থাকেন।
অন্যতম এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে টাকা উপার্জন করা যায় মূলত প্রোডাক্ট পাবলিসিটি করার মধ্য দিয়ে (How to earn money from Instagram)। মনে করুন আপনার একটি ইনস্টাগ্রাম একাউন্ট রয়েছে, এখানে যদি 10 হাজারের বেশি ফলোয়ার হয়ে যায় তবে বিভিন্ন অ্যাড কোম্পানি গুলি নিজে থেকেই আপনার সঙ্গে যোগাযোগ করবেন তাদের প্রোডাক্ট তথা বিভিন্ন পণ্য ও সামগ্রীর প্রচারের জন্য। এখানে ভালো টাকা উপার্জন করা যায়। অনেকের অনেক ফলোয়ার রয়েছে যারা শুরুর দিকেই লাখের ঘরে টাকা কামাচ্ছেন মাসে।
4. এফিলিয়েট মার্কেটিং (Affiliate Marketing): এই এফিলিয়েট মার্কেটিং এর পরিসর অনেক বড়। এই একটি উপায় তথা পদ্ধতি যেকোনো ক্ষেত্রেই ব্যবহার করেই আপনি প্রচুর টাকা আয় করতে পারেন। সবার আগে আপনাকে একটি এফিলিয়েট অ্যাকাউন্ট খুলে নিতে হবে।
আসুন সবার প্রথমে জেনে নিই এই এফিলিয়েট মার্কেটিং জিনিসটা কি? ধরুন আপনি একটি এফিলিয়েট একাউন্ট খুলেছেন Amazon এর মতো একটি শপিং সাইট এ গিয়ে। সেখান থেকে নির্দিষ্ট কিছু প্রোডাক্ট আপনি ইচ্ছেমত বাছাই করে নিলেন এবং এর লিঙ্ক যেকোনো জায়গায় শেয়ার করলেন। এখন যদি এই লিংকে ক্লিক করে কেউ সেই প্রোডাক্ট তথা জিনিসটি কেনে সেক্ষেত্রে আপনি ভালো অঙ্কের টাকা কমিশন পাবেন। 
5. ফ্রিল্যান্সিং (Freelancing): ফ্রিল্যান্সিং সম্পর্কে সবার শেষে আলোচনা করার কারণ হলো এর পরিধি সব থেকে বেশি এবং উপরের সব গুলি কাজের সঙ্গে এটি সম্পর্কযুক্ত। চলুন তবে জেনে নিই আগে, এই ফ্রিল্যান্সিং (Freelancing) জিনিসটা কি? এবং কীভাবে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করা যায় (How to earn money from Freelancing?)
ফ্রিল্যান্সিং (Freelancing) হলো একটি ইংরেজি শব্দ যার বাংলা আক্ষরিক অর্থ হলো মুক্তপেশা। পেশা তথা এই কাজটি মুক্ত এই কারণেই, এখানে আপনি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে থাকেন না, আপনি স্বাধীন। স্বাধীনভাবে আপনি আপনার ইচ্ছে ও সময়মতো কাজ করে টাকা উপার্জন করেন। 
এই ফ্রিল্যান্সিং এ আপনি যেকোনো ধরনের কাজ করতে পারবেন। মনে করুন আপনি ভালো লেখালেখির কাজ জানেন, কিংবা ভালো ভিডিও এডিটিং (Video Editing) জানেন, এক ভাষা থেকে অন্য ভাষায় ট্রান্সলেশন করতে জানেন, কম্পিউটার মাইক্রোসফট অফিসের যাবতীয় কাজ যেমন, MS Word, MS Excel, MS PowerPoint ইত্যাদি জানেন কিংবা যেকোনো কিছু। প্রত্যেকটি কাজের জন্য দরজা খোলা রয়েছে এখানে।
যেগুলি অনলাইনের কাজ সম্পর্কে এতক্ষন ধরে আলোচনা করা হলো, এখানে ইনকাম কত? সব কিছুই আপনার কাজের ধরন এবং কোয়ালিটির ওপর নির্ভরশীল। সেক্ষেত্রে আপনি যদি ভালো যেকোনো একটি কাজ করতে পারেন তবে কিছু সময়ের পর আপনি খুব সহজেই মাসে 30 কিংবা 40 থেকে 50 হাজার টাকা খুব সহজেই আয় করতে পারবেন এখান থেকে।
সেক্ষেত্রে সময় যত পার হবে আপনি যত অভিজ্ঞ হবেন এবং আপনার কাজের গুণমান বৃদ্ধি পাবে ততই আপনি বেশি বেশি টাকা আয় করতে পারবেন অনলাইনের মাধ্যমে। এক্ষেত্রে আপনার কাছে বর্তমানে একটি স্মার্টফোন থাকলেই আপনি কাজ শুরু করে দিতে পারেন।
ভবিষ্যতে বিভিন্ন কাজ ও চাকরির নতুন নতুন আরো অনেক আপডেট পেতে চান? এখনি যুক্ত হয়ে যান আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে।
TELEGRAM CHANNEL: JOIN HERE 


MORE NEWS: CLICK HERE 

Leave a comment