6,000 শূন্যপদে রাজ্যজুড়ে ফ্রীতে ট্রেনিং করিয়ে চাকরি, ট্রেনিং চলাকালীন 5,000 টাকা | WB Govt Recruitment 2022

হয়তো একেই বলে সোনায় সোহাগা! একদিকে ফ্রীতে ট্রেনিং, ট্রেনিং চলাকালীন টাকা এবং ট্রেনিং শেষে চাকরি। এর থেকে ভালো সুখবর আর কি হতে পারে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য। পশ্চিমবঙ্গ রাজ্য রাজ্য সরকারের তত্ত্বাবধানে ইতিমধ্যেই বেশ কয়েকটি প্রকল্প তথা কর্মসূচির আওতায় উপকৃত হয়েছেন হাজার হাজার বেকার চাকরি প্রার্থীরা। দিনের পর দিন বেড়ে চলেছে চাকরির বাজারে অশেষ প্রতিযোগিতা। তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে কেন্দ্র তথা রাজ্য সরকার। 

WB Govt Jobs 2022
বিভিন্ন সময়ে রাজ্য তথা কেন্দ্র সরকারের তরফ থেকে চাকরি প্রার্থীদের জন্য চালু করা হচ্ছে বিভিন্ন কর্মমুখী প্রকল্প তথা কর্মসূচি। যেমন ধরুন, পশ্চিমবঙ্গে ইতিমধ্যে ‘উৎকর্ষ বাংলা’, ‘আমার কর্মদিশা’ ইত্যাদি প্রকল্পের দ্বারা প্রতিনিয়ত উপকৃত হয়েছেন অনেক বেকার চাকরি প্রার্থীরা। পিছিয়ে নেই দুয়ারে সরকার ক্যাম্পও, সমানভাবে তাল মিলিয়ে অন্যান্য নানান সুযোগ সুবিধা দেওয়ার পাশাপাশি এবার দুয়ারে সরকার ক্যাম্প এর তরফ থেকে নানান বৃত্তি তথা কর্ম মুখী কর্মসূচির আয়োজন করা হচ্ছে শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য। 
এরকমই একটি উল্লেখযোগ্য প্রকল্প হলো ‘স্টুডেন্ট ইন্টার্নশিপ’ প্রকল্প। এখানে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে যুবক যুবতীদের, প্রশিক্ষণ শেষে চাকরি এবং সব থেকে বড় কথা হলো এই প্রশিক্ষণ চলাকালীন দেওয়া হবে টাকা। রাজ্যের একজন স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে এর থেকে ভালো সুখবর আর কিছুই হতে পারেনা আপনার জন্য। তবে আর কিসের? নিচে বিস্তারিত আলোচনা করা হলো, জানতে আমাদের সঙ্গে থাকুন।
স্টুডেন্ট ইন্টার্নশিপ কর্মসূচির বিবরন: রাজ্যের অন্যান্য বিভিন্ন কর্মসূচির মতোই এটি এমন একটি কর্মমুখী প্রকল্প যার দ্বারা শিক্ষিত বেকার যুবক যুবতীদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হয়। প্রথমত, চাকরি প্রার্থীদের তথা যুবক যুবতীদের ফ্রীতে ট্রেনিং তথা প্রশিক্ষণ দেওয়া হবে। দ্বিতীয়ত, প্রশিক্ষণ চলাকালীন প্রশিক্ষণ গ্রহণকারীদের 5,000/- টাকা করে দেওয়া হবে এবং তৃতীয়ত, প্রশিক্ষণ শেষে প্রার্থীদের চাকরি প্রদান করা হবে।
আবেদনকারীর যোগ্যতা: স্টুডেন্ট ইন্টার্নশিপ কর্মসূচির আওতায় আসতে চান অর্থাৎ এখানে আবেদন জানাতে চান? তবে বিশেষ কয়েকটি যোগ্যতা থাকা দরকার আপনার।
1. সবার প্রথমে আপনাকে পশ্চিমবঙ্গ রাজ্যের একজন স্থায়ী বাসিন্দা হয়ে থাকতে হবে।
2. বয়সের ক্ষেত্রে এখানে বয়সের ঊর্ধ্বসীমা ধরা হয়েছে 40 বছর। অর্থাৎ এই বয়সের নিচে মোটামুটি যেকেউ আবেদন জানাতে পারবেন।
3. আপনাকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে 60 শতাংশ নম্বর সহ।
4. কিংবা মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ করেই কোনো টেকনিক্যাল কোর্স যেমন আইটিআই অথবা পলিটেকনিক ইত্যাদি করে থাকলেও এখানে আবেদন করতে পারেন।
যেভাবে আবেদন করবেন: অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। নিচে বিস্তারিত পদ্ধতি দেওয়া হয়েছে,
1. গুগলে সার্চ করতে হবে স্টুডেন্ট ইন্টার্নশিপ দিয়ে। অফিসিয়াল ওয়েবসইটে ভিজিট করুন।
2. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করে নিন।
3. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি দেবেন।
4. অবশ্যই একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি রাখবেন এপ্লাই করার সময়।
5. যাবতীয় কিছু ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি আপলোড করবেন স্ক্যান করে।
6. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করে এপ্লাই এর কাজ সম্পন্ন করে অ্যাপ্লিকেশন এর কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
প্রয়োজনীয় ডকুমেন্ট: স্টুডেন্ট ইন্টার্নশিপ কর্মসূচির ক্ষেত্রে আবেদন জানাতে গেলে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
3. সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
4. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
5. একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি
প্রকল্প তথা কর্মসূচির আওতায় যেসব সুবিধা পাবেন: এই স্টুডেন্ট ইন্টার্নশিপ কর্মসূচির আওতায় আসলে তথা আবেদন জানালে বেশ কয়েকটি সুযোগ সুবিধা পাবেন আপনারা। নিচে দেওয়া হলো বিস্তারিত।
1. এখানে আপনারা ভালো প্রশিক্ষণের সুযোগ পাবেন। কোনো রকম টাকা ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে তথা ফ্রীতে দেওয়া হবে এই প্রশিক্ষণ তথা ট্রেনিং।
2. 6,000 হাজার চাকরি প্রার্থীদের আনা হবে এই কর্মসূচির আওতায়।
3. এরা ফ্রীতে ট্রেনিং পাওয়ার পাশাপাশি ভালো অঙ্কের টাকা তথা 5,000/- টাকা পাবেন মাস হিসাবে।
4. প্রশিক্ষন তথা ট্রেনিং শেষে প্রার্থীদের সার্টিফিকেট তথা চাকরির সুব্যবস্থা করে দেওয়া হবে। 
আপনি কি পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা?এবং এই ট্রেনিংয়ের সুবিধা পেতে চান? তবে আপনার নাম নথিভুক্ত করে নিন শীঘ্রই।
MORE JOB NEWS: CLICK HERE

ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে চান? তবে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE 

Leave a comment