6000 শূন্যপদে লাইব্রেরিয়ান ও অন্যান্য কর্মী নিয়োগ, বেতন 40,000/- টাকা | Librarian Recruitment

আপনি কি একজন চাকরি প্রার্থী? দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন? তবে একদম সঠিক জায়গায় এসেছেন। এবার একই সঙ্গে লাইব্রেরিয়ান ও অন্যান্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। সব মিলিয়ে মোটামুটি 6 হাজারেরও বেশি শূন্যপদে নেওয়া হবে কর্মী। এখানে মূলত লাইব্রেরিয়ান সহ অন্যান্য বিভিন্ন পদে নেওয়া হবে কর্মী। আসুন তবে আর দেরি না করে জেনে নিই এর বিস্তারিত খুঁটিনাটি।

Librarian Recruitment
পদের নাম: প্রধান চার ধরনের পদ রয়েছে। এবং এগুলি আবার বিভিন্ন উপপদে বিভক্ত করা হয়েছে।
1. TGT (শিক্ষক)
2. PET (শিক্ষক)
3. লাইব্রেরিয়ান
4. হোস্টেল ওয়ার্ডেন
TGT (শিক্ষক) পদে বেশ কয়েক ধরনের বিষয়ে বেশ কয়েক ধরনের শিক্ষক পদে কর্মী নিয়োগ করা হবে। যেমন,
TGT (Social Studies) 
TGT (Science) 
TGT (Third Language)
TGT (Music) 
TGT (Art)
TGT (Hindi) 
TGT (English) 
TGT (Maths) 
PET (শিক্ষক) এবং হোস্টেল ওয়ার্ডেন পদে দুটি বিভাগে কর্মী নেওয়া হবে। যথা, একটি পুরুষ(Male) এবং আরেকটি মহিলা(Female)।
মোট শূন্যপদ: ওপরের বিভিন্ন পদে সব মিলিয়ে মোট 6329 টি শূন্যপদে শিক্ষক, লাইব্রেরিয়ান ও অন্যান্য পদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: নিচে প্রতিটি পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত বিবরণ আলোচনা করা হয়েছে।
TGT (শিক্ষক): যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন এর পাশাপাশি B.Ed ডিগ্রি করে থাকতে হবে।
PET (শিক্ষক): ফিজিক্যাল এডুকেশন এর ওপর স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।
লাইব্রেরিয়ান: লাইব্রেরি সাইন্স এর ওপর ডিগ্রি কিংবা ডিপ্লোমা করা থাকতে হবে।
হোস্টেল ওয়ার্ডেন: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকলে চাকরিতে আবেদন জানাতে পারবেন।
প্রার্থীর বয়সসীমা: 01/07/2023 এর হিসাব অনুযায়ী আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 35 বছরের মধ্যে।
মাসিক বেতন: পদ অনুযায়ী বেতনক্রম ভিন্ন। যেমন, TGT (শিক্ষক) দের মাসিক বেতন 44,900 – 1,42,400/- টাকা। PET (শিক্ষক) এবং লাইব্রেরিয়ান দের মাসিক বেতন 35,400 – 1,12,400/- টাকা। এবং হোস্টেল ওয়ার্ডেন দের মাসিক বেতন 29,200 – 92,300/- টাকা।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করুন।
আবেদনের সময়সীমা: আগামী 18 আগস্ট, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া হয়েছে।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE


OFFICIAL WEBSITE: CLICK HERE


OUR TELEGRAM CHANNEL: JOIN HERE 

Leave a comment