চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক দুর্দান্ত নিয়োগের সুখবর। আপনারা যারা দীর্ঘদিন ধরে অনেক পড়াশোনা করার পর ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন তারা একদম সঠিক জায়গায় এসেছেন। এবার কো অপারেটিভ ব্যাংকের তরফে জারি হলো কর্মী। এখানে একই সঙ্গে বেশ কয়েক ধরনের পদে নেওয়া হচ্ছে কর্মী। সঙ্গে কর্মীদের মাসে উচ্চ হারে বেতন প্রদান করা হবে। যেকোনো জেলা প্রান্ত থেকে করতে পারবেন আবেদন। তবে আর দেরি না করে আসুন জেনে নিই এর বিস্তারিত খুঁটিনাটি।
নিয়োগকারী সংস্থা ও পদের নাম: সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংকের তরফে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। একই সঙ্গে 13 ধরনের অফিসার বিভাগের পদে নেওয়া হচ্ছে কর্মী।
পদের নাম: একই সঙ্গে 13 ধরনের পদে নেওয়া হচ্ছে কর্মী। নিচে প্রতিটি পদের নাম উল্লেখ করা হয়েছে।
Office Superintendent,
Branch Inspector,
Branch Manager,
Assistant Chief Supervisor,
Sub Engineer,
Statistical Officer,
Accountant,
Computer Programmer,
Computer Programmer,
Financial Analyst,
Marketing Officer,
Internal Auditor,
Internal Inspector
মোট শূন্যপদ: অসংখ্য শূন্যপদে নেওয়া হচ্ছে কর্মী। আপাতত সব মিলিয়ে 638 টি শূন্যপদে নেওয়া হচ্ছে কর্মী।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত সংস্থা থেকে আপনাকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি পাশ করে থাকতে হবে। পদ অনুযায়ী আরো বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন ফলো করুন।
প্রার্থীর বয়সসীমা: নিয়োগে আবেদনের ক্ষেত্রে আপনার ন্যুনতম বয়স হতে হবে 18 বছর। সর্বোচ্চ 40 বছর বয়সের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন: পদ অনুযায়ী মাসিক বেতন ভিন্ন। সেক্ষেত্রে কিছু কিছু পদের ক্ষেত্রে মাসিক সর্বনিম্ন বেতন 42,700/- টাকা, কিছু কিছু পদের ক্ষেত্রে 36,200/- টাকা এবং আরো কিছু পদের ক্ষেত্রে মাসিক সর্বনিম্ন বেতন 32,800/- টাকা।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন এর লিংকে ক্লিক করুন।
নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করুন। সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি সঙ্গে রাখবেন।
যাবতীয় কিছু ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি আপলোড করতে হবে। সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
আবেদনের সময়সীমা: আগামী 9 এপ্রিল, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন সহ যাবতীয় লিঙ্ক দেওয়া হয়েছে।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
APPLY ONLINE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
OUR TELEGRAM CHANNEL: JOIN HERE