725 টি শূন্যপদে ব্যাংকে নিয়োগ করা হবে অসংখ্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, দেখুন বিস্তারিত । OSCB Recruitment 2022

আপনি যদি সরকারি চাকরির খোঁজ করে থাকেন তবে আপনার জন্য রয়েছে বিশেষ চাকরির বিজ্ঞপ্তি। ব্যাংকে নিয়োগ করা অসংখ্য কর্মী। OSCB ব্যাংকে নিয়োগ করা হবে অসংখ্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং ব্যাঙ্কিং অ্যাসিস্ট্যান্ট। প্রধানত স্নাতক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ করা হবে। আপনি যদি ব্যাংকের চাকরি করতে ইচ্ছুক হন তবে আপনার জন্য একটি বিশেষ সুযোগ এটি। দেশ তথা রাজ্যের যেকোনো স্থান থেকে নারী-পুরুষ নির্বিশেষ যে কেউ আবেদনের যোগ্য। নিচে বিস্তারিত দেওয়া হলো, দেখে নিতে পারেন।



Interview

নিয়োগকারী সংস্থা: Odisha State Central Cooperative Bank তথা OSCB ব্যাংকের তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে।


শূন্যপদের সংখ্যা: 725 টি শূন্যপদে OSCB ব্যাংকে কর্মী নিয়োগ করা হবে।


পদের নাম: প্রধান 2 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে- 
  1. Assistant Manager
  2. Banking Assistant

শিক্ষাগত যোগ্যতা: এই পদ গুলিতে আবেদন করতে আবেদনকারীকে স্নাতক পাশ (Graduate) হতে হবে।



বয়স: আবেদনকারীর বয়স হতে হবে 21-32 বছরের মধ্যে। রিজার্ভ ক্যাটেগরীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হবে।


আবেদন প্রক্রিয়া: শুধুমাত্র অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদন। আবেদন করতে আবেদনকারীকে OSCB ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের যাবতীয় তথ্যাদি দিয়ে আবেদন করতে হবে।


নিয়োগ প্রক্রিয়া: প্রধান 3 টি ধাপের মধ্যে প্রার্থী বাছাই করা হবে- 
  • Preliminary Examination
  • Mains Examination
  • Personality Test/Interview

আবেদন ফি: আবেদন করতে আবেদনকারীকে 1000 টাকা দিতে হবে এবং SC/ST দের 600 টাকা দিতে হবে।


আবেদনের সময়সীমা: আগামী 17/01/2022 তারিখের মধ্যে আবেদন করতে হবে।



Official Notification for Assistant Manager: Click Here

Official Notification for Banking Assistant: Click Here

Official Website: rcsodisha.nic.in

Apply Online: Click Here









Leave a comment