8100 শূন্যপদে রাজ্যজুড়ে গ্রামীণ ব্যাংকে অবশেষে নিয়োগ প্রক্রিয়া শুরু হলো | Bank Jobs 2022

এক সুবিশাল নিয়োগ এর বিজ্ঞপ্তি জারি হয়েছে বিভিন্ন গ্রামীণ ব্যাংক এর পক্ষ থেকে। অগণিত শূন্যপদে এখানে নেওয়া হচ্ছে কর্মী। মোটামুটি সব মিলিয়ে 8 হাজারেরও বেশি শূন্যপদ কর্মী নিয়োগ করা হবে এখানে। বিভিন্ন রাজ্য তথা জেলার যেকোনো প্রান্ত থেকে যেকেউ এখানে সমানভাবে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। মাসিক উচ্চ বেতন এর এই অঢেল শূন্যপদে চাকরির নিয়োগের ফলে বেকার সমস্যা অনেকটাই কমবে বলে আশা করা যায়। যাইহোক ইতিমধ্যে জানানো হয়েছে পরীক্ষা অন্যান্য গুরুত্বপূর্ণ তারিখ সমূহ। নিচে বিস্তারিত আলোচনা করা হলো, দেখে নিন।

IBPS RRB Recruitment 2022
নিয়োগকারী সংস্থা ও পদের নাম:
দেশের অন্যতম ব্যাংকিং নিয়োগকারী সংস্থা তথা ব্যাংকিং কর্মী নির্বাচন ইনস্টিটিউট (Institute of Banking Personnel Selection) অর্থাৎ IBPS এর মাধ্যমে RRB এর অধীনে এই নিয়োগ সংঘটিত হবে। এখানে ক্লার্ক সহ আরো বিভিন্ন গ্রুপ সি ও উচ্চ লেভেলের পদে কর্মী নিয়োগ করা হবে।
কীভাবে আবেদন করবেন?
অনলাইনের মাধ্যমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে আবেদন জানাতে পারবেন।
1. সবার প্রথমে রেজিস্ট্রেশন এর লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেবেন।
2. নিজের প্রাথমিক কিছু তথ্য যেমন, নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি ইত্যাদি তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
3. আপনার মোবাইল নম্বর এবং ইমেল আইডি তে একটি রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে।
4. এগুলি দিয়ে লগইন করুন। আরও কিছু তথ্য যেমন, বাবা অথবা স্বামীর নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দেবেন।
5. নিজের কিছু ডকুমেন্ট আপলোড করে দিন। সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার আপলোড করবেন।
6. সবার শেষে আবেদন ফি জমা করা সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের কাজ সম্পন্ন করুন।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখতে হবে,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট যেমন,
3. মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট
4. উচ্চমাধ্যমিক এর মার্কশিট এবং সার্টিফিকেট
5. স্নাতক পাশের সার্টিফিকেট
6. কোনো কাস্ট সার্টিফিকেট যদি থাকে
7. নিজের ভোটার কার্ড কিংবা আঁধার কার্ড বাসিন্দার প্রমাণপত্র হিসেবে
8. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
কীভাবে কর্মী নিয়োগ করা হবে?
প্রার্থীদের কয়েকটি ধাপের মধ্য দিয়ে কর্মী পদে নিযুক্ত করা হবে,
1. আবেদন জমা পড়ার পর তাদের ডেকে নেওয়া হবে প্রিলিমিনারী পরীক্ষার জন্য।
2. এখানে পাশ করার পর ডাক পাবেন Mains পরীক্ষার জন্য।
3. এখানেও যদি উত্তীর্ণ হন তার পর ডাক পাবেন পরবর্তী ধাপে তথা ইন্টারভিউয়ের জন্য।
4. সেখানেই প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, সঙ্গে সাধারণ প্রশ্ন করণ এবং পার্সোনালিটি যাচাই হবে।
5. সবার শেষে প্রার্থীদের নিয়ে একটি মেরিট লিস্ট তথা মেধা তালিকা তৈরি করে তার ভিত্তিতে করা হবে কর্মী পদে নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা:
এই গ্রামীণ ব্যাংকের চাকরিতে আবেদনের ক্ষেত্রে আপনাকে যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে ন্যুনতম স্নাতক পাশ করে থাকতে হবে। সঙ্গে উচ্চ শিক্ষিত প্রার্থীরাও সমানভাবে যোগ্য বলে বিবেচিত হবেন। 
প্রার্থীর বয়সসীমা:
আবেদনের জন্য প্রার্থীর ন্যুনতম বয়স হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ 40 বছরের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। যাইহোক পদ অনুযায়ী বিভিন্ন হবে এই বয়সসীমা তবে এখানে সার্বিক বয়সসীমা উল্লেখ করা হলো। সঙ্গে নিয়ম অনুযায়ী বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
মাসিক বেতন:
কর্মীদের চাকরিতে যুক্ত করার সঙ্গে সঙ্গে মাসে উচ্চ অঙ্কের টাকা বেতন দেওয়া হবে। চাকরিতে নিযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক সর্বনিম্ন বেতন 35,500/- টাকা থাকছে।
গুরুত্বপূর্ণ তারিখ সমূহ:
ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শেষে বিভিন্ন গুরুত্বপূর্ণ তারিখ প্রকাশ করা হয়েছে পরীক্ষার। প্রিলিমিনারী পরীক্ষা, মেইনস পরীক্ষা এবং শেষে পার্সোনালিটি টেস্ট নেওয়ার মধ্য দিয়ে কর্মী পদে নিযুক্ত করা হবে। আগস্ট, 2022 এ প্রিলিমিনারী পরীক্ষা শেষে সেপ্টেম্বর/ অক্টোবর, 2022 এ মেইনস পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে ইন্টারভিউ তথা পার্সোনালিটি টেস্ট হয়েই নিয়োগ।
নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হলো, ডাউনলোড করে নিয়োগ তথা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিন। সঙ্গে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক দেওয়া হলো, যেখানে গিয়ে আবেদন জানাতে পারবেন।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE


OFFICIAL WEBSITE: CLICK HERE


MORE JOB NEWS: CLICK HERE 


ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের আরো অনেক নতুন নতুন আপডেট পেতে চান? তবে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE 

Leave a comment