আজ সরকারি চাকরিপ্রার্থীদের জন্য একটি দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আমরা হাজির হলাম খবর সম্প্রীতি ওয়েবসাইটের পক্ষ থেকে। দেশের অন্যতম সেরা প্রসিদ্ধ ব্যাংক তথা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) এর পক্ষ থেকে শত শত শূণ্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। যেকোনো ভাবে স্নাতক পাস করা রাজ্যের যেকোনো চাকরি প্রার্থী এই চাকরির জন্য অনায়াসেই করে ফেলতে পারবেন আবেদন। আপনি যদি একজন সরকারি চাকরিপ্রার্থী হয়ে থাকেন এবং দেশের সেরা ব্যাংক এর চাকরি করতে ইচ্ছুক হোন, তবে এই চাকরির জন্য অবশ্যই আবেদন করতে পারেন। নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে-
ব্যাংকের নাম: RBI তথা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) তে এই নিয়োগ করা হবে।
পদের নাম: ব্যাংকের পক্ষ থেকে মূলত আরবি অ্যাসিস্ট্যান্ট (RBI ASSISTANT) পদে কর্মী নিয়োগ করা হবে।
শূন্যপদ: সর্বমোট 950 টি পদে এই অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে এই Reserve Bank of India এর চাকরিতে আবেদন করতে যেকোনো এক স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা Graduation পাস করে থাকতে হবে।
বয়সসীমা: এই চাকরির জন্য আবেদন করতে আবেদনকারীর বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে। রিজার্ভ ক্যাটাগরীর দের বয়সে বিশেষ ছাড় দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া: আবেদনকারীদের এই চাকরিতে আবেদনের জন্য অনলাইন পদ্ধতি অনুসরণ করতে হবে। তাদের অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে নির্দিষ্ট লিংকে ক্লিক করে নিজের যাবতীয় নানান তথ্য দিয়ে ফর্ম পূরণ করে আবেদন করে নিতে হবে। সেক্ষেত্রে তাদের নিজস্ব কিছু যাবতীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।
আবেদন ফি: GENERAL/OBC/EWS দের আবেদনের জন্য 450 টাকা এবং SC/ST/PwBD/EX SERVICEMEN দের 50 টাকা আবেদন ফি জমা করতে হবে।
আবেদনের শেষ তারিখ: অনলাইনের মাধ্যমে এই RBI এর চাকরির জন্য আবেদন করতে পারবেন আগামী 08/03/2022 তারিখের মধ্যে।
Official Notification: Click Here
Apply Online: Click Here
Official Website: Click Here