WB Primary TET: নানান টানাপোড়েনের পর রাজ্যে 25,000 প্রাইমারি শিক্ষক নিয়োগ, শুরু হলো প্রস্তুতি

পশ্চিমবঙ্গে ফের আরো একবার নতুন করে প্রাইমারি শিক্ষক নিয়োগ হতে চলেছে। ইতিমধ্যে নব নিযুক্ত প্রাইমারি তথা প্রাথমিক পর্ষদ সভাপতি গৌতম পাল সবুজ সংকেত দিয়ে দিয়েছেন। রাজ্যে শিক্ষা তথা সরকারি নিয়োগের অবস্থা যে কতটা ভয়াবহ আকার ধারন করেছে তা আর বলার অপেক্ষা রাখেনা। সঙ্গে রাজ্যের প্রাইমারি নিয়োগ ক্ষেত্রে যে কতটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা আর কারো অজানা নয়। যাইহোক ঠিক এই মুহূর্তেই নতুন পর্ষদ সভাপতি বছর বছর টেট নেওয়ার আশ্বাস দেওয়ার পরই অনেকটা আশার আলো দেখেছেন রাজ্যের হাজার হাজার সরকারি চাকরি প্রার্থী।

WB Govt Job Recruitment 2022

ইতিমধ্যে প্রাইমারি বোর্ড (WBBPE) এর পক্ষ থেকে নানান ভাবে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মধ্য দিয়েই তারা বিভিন্ন ভাবে ইঙ্গিত দিয়ে চলেছেন যে রাজ্যে প্রাইমারি টেট অবশ্যম্ভাবী। নিচে কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করা হলো।
Grievance Cell এর সূচনা:
এটি এযাবৎ রাজ্যে সরকারি নিয়োগ ক্ষেত্রে যেকোনো নিয়োগকারী বোর্ড তথা সংস্থা কর্তৃক নেওয়া সব থেকে বড় এবং অভিনব পদক্ষেপ। এর মধ্য দিয়ে রাজ্যজুড়ে বিভিন্ন প্রান্তে অবস্থিত যেকোনো চাকরি প্রার্থী যাদের টেট নিয়ে কোনো নালিশ রয়েছে, তারা এখানে আবেদন জানাতে পারবেন। এর মধ্য দিয়ে প্রাইমারি বোর্ড তথা বোর্ড সভাপতি নিজের দায়িত্বের প্রতি যে পুরোপুরি অকপট তা প্রমাণ করতে চাইছেন। 
WBBPE এর নতুন কর্মসূচি তথা সিদ্বান্ত:
প্রাইমারি বোর্ড এবার নিয়োগ করানোর জন্য উঠে পড়ে লেগেছেন। যারা ইতিমধ্যে পাশ করে রয়েছেন সঙ্গে নতুন করে টেট নেওয়ার পর যারা পাশ করবনে, তাদের নিয়োগ নিয়ে বিরাট সিদ্ধান্তের পথে হাঁটছেন প্রাইমারি বোর্ড।
যাইহোক, এর আগে রাজ্যের শিক্ষামন্ত্রী পর্যন্ত প্রতি বছর এবং স্বচ্ছ নিয়োগের আশ্বাস দিয়েছিল। তবে তা ফলপ্রসূ হয়নি। বরংবার নানান আইনি জটিলতার মুখে পড়ে থমকে যেতে হয়েছে নিয়োগ প্রক্রিয়া কে। 
2017 এর টেট উত্তীর্ণ প্রার্থী:
রাজ্যে শেষ বারের মত 2017 এর টেট 2021 সালে অনুষ্ঠিত হয় সুদীর্ঘ 4 বছর পেরিয়ে। এবং আর এক বছর পর অর্থাৎ 2022 সালের জানুয়ারি তে তাদের রেজাল্ট প্রকাশ করা হলেও নিয়োগ আপাতত ডুমুরের ফুল। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে সরকারের দৃষ্টি আকর্ষন করার চেষ্টা করছে তাদের নিয়োগ এর জন্য, তবুও আশানুরূপ ফল পাচ্ছেন না তারা। এখন দেখার বিষয় যে, সরকার তাদের প্রতি কোন দৃষ্টি তুলে তাকায়।
পুজোর পরেই নতুন টেট:
অন্যদিকে রাজ্যে আগামী দুর্গা পুজো (Durga Puja 2022) এর পরেই নতুন টেট পরীক্ষা (TET 2022-2023) নেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে বিভিন্ন জেলায় অবস্থিত নানান স্কুলগুলিতে কত শিক্ষক শূন্যপদ রয়েছে সঙ্গে কোন স্কুলে এক্সাম সেন্টার রয়েছে ইত্যাদির লিস্ট প্রকাশ করার কথা বলা হয়েছে। বোর্ড এর নতুন সভাপতি গৌতম পাল এর মতে, আগামী 9 সেপ্টেম্বরের মধ্যেই এই লিস্ট জমা করতে হবে। 
শূন্যপদ ও যোগ্যতা:
শূন্যপদ সম্পর্কে সরাসরি কিছু বলা না হলেও সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী 25,000 এর বেশি শূন্যপদে নেওয়া হবে প্রাইমারি শিক্ষক শিক্ষিকা। তবে শুধু কি ফ্রেশ নেওয়া হবে কিংবা যারা পাশ করে রয়েছেন তারাও এই নিয়োগে ভাগ নিতে পারবেন, এ নিয়ে সরাসরি কিছু বলা হয়নি। যাইহোক, সব কিছু সময় ও পর্ষদ বলবে।
আগে বিশেষভাবে D.El.Ed করা পড়ুয়ারা টেট এ বসতে পারতো। তবে NCTE এর নতুন গাইডলাইন প্রকাশ পাওয়ার পর সব কিছু পাল্টে গিয়েছে। এবার থেকে B.Ed করা পড়ুয়ারা রাও সমান যোগ্যতায় আবেদন জানাতে পারবেন।
ভবিষ্যতে এই নিয়োগ সম্পর্কে আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে আমাদের এই ওয়েবসাইট তথা KhoborSampriti.com নিয়মিত ফলো করতে পারেন। সঙ্গে নিচে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে, যুক্ত হয়ে যান বিভিন্ন নিয়োগের আপডেট সবার আগে পেতে।
TELEGRAM CHANNEL: JOIN HERE


WB GOVT JOB UPDATE: CLICK HERE 

Leave a comment