পশ্চিমবঙ্গে দীর্ঘ দিন পর এক দুর্দান্ত নিয়োগের সুখবর সরকারি চাকরি প্রার্থীদের জন্য। এবার স্বাস্থ্য বিভাগের অধীনে নেওয়া হচ্ছে বিভিন্ন পদে কর্মী। নানান শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আপনারা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। আপনারা যারা দীর্ঘ দিন ধরে ভালো একটি সরকারি চাকরির খোঁজে রয়েছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ এটি। এখানে পুরুষ কিংবা মহিলা যেকোনো প্রার্থী স্বাস্থ্য বিভাগের এই সরকারি চাকরির নিয়োগ (WB Health Recruitment 2022) জন্য আবেদন জানাতে পারেন। নিচে পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, মাসিক বেতন, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, দেখে নিন।
পদের নাম:
বিভিন্ন ধরনের পদে নেওয়া হচ্ছে কর্মী। সব মিলিয়ে 10 প্রকার পদে কর্মী নিযুক্ত করা হবে এখানে। নিচে পদ অনুযায়ী বিস্তারিত খুঁটিনাটি তুলে ধরা হয়েছে।
কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (CHA-NUHM)
শিক্ষাগত যোগ্যতা:
অবশ্যই ANM কিংবা GNM কোর্স করে থাকতে হবে। সঙ্গে বাংলা ভাষায় বিশেষ দক্ষ হতে হবে।
প্রার্থীর বয়সসীমা:
নিয়োগে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর ন্যুনতম বয়স হতে হবে 21 বছর। এবং সর্বোচ্চ 40 বছরের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
শূন্যপদ: 360
মাসিক বেতন: 13,000/-
স্টাফ নার্স (NUHM)
শিক্ষাগত যোগ্যতা:
স্বীকৃত সংস্থা থেকে GNM করা থাকতে হবে। সঙ্গে স্থানীয় ভাষায় বিশেষ দক্ষ হতে হবে।
প্রার্থীর বয়সসীমা:
সর্বোচ্চ বয়সসীমা ধরা হয়েছে 40 বছর, যার নিচে প্রাপ্ত বয়স্ক যেকেউ আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
শূন্যপদ: 174
মাসিক বেতন: 25,000/-
মেডিক্যাল অফিসার
শিক্ষাগত যোগ্যতা:
যেকোনো MCI স্বীকৃত সংস্থা থেকে MBBS করে থাকতে হবে। সঙ্গে আবশ্যিকভাবে এক বছরের ইন্টার্নশিপ করা থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা:
বয়সের ক্ষেত্রে কোনো বাঁধা সীমা নেই। সর্বোচ্চ 62 বছরের নিচে যেকেউ আবেদন জানাতে পারেন।
শূন্যপদ: 74
মাসিক বেতন: 60,000/-
স্টাফ নার্স (UHWC)
শিক্ষাগত যোগ্যতা:
স্বীকৃত সংস্থা থেকে GNM করা থাকতে হবে। সঙ্গে স্থানীয় ভাষায় বিশেষ দক্ষ হতে হবে।
প্রার্থীর বয়সসীমা:
সর্বোচ্চ বয়সসীমা ধরা হয়েছে 40 বছর, যার নিচে প্রাপ্ত বয়স্ক যেকেউ আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
শূন্যপদ: 74
মাসিক বেতন: 25,000/-
কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (CHA Urban)
শিক্ষাগত যোগ্যতা:
অবশ্যই ANM কিংবা GNM কোর্স করে থাকতে হবে। সঙ্গে বাংলা ভাষায় বিশেষ দক্ষ হতে হবে।
প্রার্থীর বয়সসীমা:
নিয়োগে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর ন্যুনতম বয়স হতে হবে 21 বছর। এবং সর্বোচ্চ 40 বছরের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
শূন্যপদ: 74
মাসিক বেতন: 13,000/-
স্টাফ নার্স (Polyclinic)
শিক্ষাগত যোগ্যতা:
স্বীকৃত সংস্থা থেকে GNM করা থাকতে হবে। সঙ্গে স্থানীয় ভাষায় বিশেষ দক্ষ হতে হবে।
প্রার্থীর বয়সসীমা:
সর্বোচ্চ বয়সসীমা ধরা হয়েছে 40 বছর, যার নিচে প্রাপ্ত বয়স্ক যেকেউ আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
শূন্যপদ: 14
মাসিক বেতন: 25,000/-
ফুল টাইম মেডিক্যাল অফিসার (FTMO)
শিক্ষাগত যোগ্যতা:
যেকোনো MCI স্বীকৃত সংস্থা থেকে MBBS করে থাকতে হবে। সঙ্গে আবশ্যিকভাবে এক বছরের ইন্টার্নশিপ করা থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা:
বয়সের ক্ষেত্রে কোনো বাঁধা সীমা নেই। সর্বোচ্চ 62 বছরের নিচে যেকেউ আবেদন জানাতে পারেন।
শূন্যপদ: 04
মাসিক বেতন: 60,000/-
আবেদন পদ্ধতি:
অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে কয়েকটি ধাপ অনুসরন করতে হবে,
1. নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে অনলাইন আবেদন এর লিংকে ক্লিক করে নিন।
2. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ তথা রেজিস্ট্রেশন করে নিতে হবে।
3. সেক্ষেত্রে নিজের নাম, বাবা অথবা স্বামীর নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য রাখবেন।
4. একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি রাখতে হবে আবেদনের ক্ষেত্রে।
5. কিছু ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট ফটো এবং সিগনেচার আপলোড করতে বললে সেগুলি করে দিন।
6. সবার শেষে আবেদন ফি জমা করে আবেদনের কাজ সম্পন্ন করার পর সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখতে হবে,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আঁধার কার্ড কিংবা পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স
3. আইডি প্রুফ হিসাবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড কিংবা প্যান কার্ড ইত্যাদি
4. সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
5. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
6. বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি
7. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
8. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
আবেদন ফি:
100/- টাকা দিতে হবে এখানে আবেদন করতে গেলে। রিজার্ভ ক্যাটাগরি তথা, SC/ST/OBC দের 50 টাকা দিতে হবে।
আবেদনের সময়সীমা:
আগামী 01/09/2022 তারিখ থেকে শুরু হবে অনলাইন আবেদন। এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী 07/09/2022 তারিখ পর্যন্ত।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
APPLY ONLINE/ OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE WB GOVT JOB: CLICK HERE
ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE